Kasba College Closed : কসবা কাণ্ডের জের, অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধের সিদ্ধান্ত

11

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজের গর্ভনিং বডি। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে (Kasba College Closed)।

গত শুক্রবার সকাল থেকে কসবার সরকারি আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। নির্যাতিতার দাবি, বুধবার সন্ধ্যায় তাঁকে কলেজে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে উপস্থিত তিন ব্যক্তি তাঁর উপর চড়াও হয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ, এবং কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। লালবাজার সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল, তবে এদিন সেটির সদস্যসংখ্যা বাড়িয়ে ৯ জন করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতা ও অভিযুক্তদের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বুধবার রাতে কলেজে নির্যাতিত ছাত্রীর গণধর্ষণের ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছিল একটি নির্দিষ্ট সোশাল মিডিয়া গ্রুপে—এমনই তথ্য এসেছে পুলিশের হাতে। সেই গ্রুপে মনোজিৎ, জায়েব, প্রমিতসহ অভিযুক্তদের ঘনিষ্ঠ আরও কয়েকজন সদস্য রয়েছেন বলে জানা গেছে। পুলিশ খতিয়ে দেখছে, ওই ভিডিওগুলি ওই গ্রুপ থেকেই বাইরে ছড়িয়েছে কি না। এজন্য গ্রুপের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে, এমনকি তাঁদের মোবাইলও পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের নিয়ে গিয়ে কলেজে ঘটনার পুনর্গঠন করে পুলিশ। কোথায় কী ঘটেছিল—ইউনিয়ন রুম, গার্ড রুম—সব জায়গার বিস্তারিত বিবরণ দিয়েছে অভিযুক্তরা। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গোটা পরিস্থিতি বিবেচনা করে কলেজের গর্ভনিং বডি অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।