Kasba Protest : কসবাকাণ্ডে ল’কলেজের সামনে ধুন্ধুমার! বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি রাত দখল মঞ্চের সদস্যদের
ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : কলেজের ভিতরে যখন পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তদন্তে ব্যস্ত, বাইরে তখন উত্তেজনা ছড়ায় রাত দখল মঞ্চ এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিকে ঘিরে (Kasba Protest)। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠলে র্যাফ নামানো হয় এবং বাড়ানো হয় পুলিশের সংখ্যা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম যখন পুলিশের সঙ্গে আলোচনা শুরু করে, ঠিক সেই সময় ‘রাত দখল মঞ্চ’-এর কয়েকজন সদস্য প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কলেজ সংলগ্ন এলাকায় বিক্ষোভে নামেন। তাঁদের বক্তব্য ছিল—ধর্ষণের প্রতিবাদ করার কোনও নৈতিক অধিকার বিজেপির নেই, কারণ হাথরাস, উন্নাও সহ অতীতের একাধিক ঘটনায় বিজেপির ভূমিকাই প্রশ্নবিদ্ধ। আন্দোলনকারীরা সেই সমস্ত ঘটনার দৃষ্টান্ত তুলে ধরেই তাঁদের প্রতিবাদের সুর আরও জোরালো করেন।
‘রাত দখল’ কর্মসূচির প্রেক্ষিতে একাংশ আন্দোলনকারী অভিযোগ করেন, প্রতিবাদ ম্লান হয়ে যাওয়ার নেপথ্যে গেরুয়া শিবিরের যোগসাজশ রয়েছে। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা, শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়, যা পরে গড়ায় হাতাহাতিতে। এর জেরে ল’ কলেজ চত্বর কার্যত বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়ে। এমনকি এক মহিলা অভিযোগ করেন, ধাক্কাধাক্কির মাঝে তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের বিস্তারিত এখনও স্পষ্ট নয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি।
বিজেপির একাংশের অভিযোগ, ‘রাত দখল অধিকার মঞ্চ’-এর নামে কয়েকজন বামপন্থী সমর্থক ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, যা মূলত বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে করা হচ্ছে। তবে এই অভিযোগ নিয়ে বাম শিবির এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এদিকে শুধু কসবাই নয়, উত্তেজনার আঁচ পৌঁছায় বিবি গাঙ্গুলি স্ট্রিটেও। সেখানে এপিভিপি-র সদস্যরা কসবার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন, ফলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।