Kasba Rape Case Arrest : কসবাকাণ্ডে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করল পুলিশ, তাঁর ঘরে নিয়ে গিয়েই নির্যাতনের অভিযোগ ছাত্রীর!
ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : কসবার ধর্ষণের ঘটনায় নতুন মোড়—সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করল পুলিশ (Kasba Rape Case Arrest)। নির্যাতিতা ছাত্রী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার সময় নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ‘অসহায়’ ছিলেন এবং কোনও সাহায্য করতে পারেননি। আরও চাঞ্চল্যজনক দাবি, গার্ডরুমেই ধর্ষণের ঘটনা ঘটেছিল, যেখানে তখন বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল নিরাপত্তারক্ষীকে। শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। এর আগে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবারই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ক্রমশ বেড়েই চলেছে। অভিযোগ, অভিযুক্ত তিনজনই শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে যুক্ত। নির্যাতিতাও ছিলেন ওই সংগঠনের সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জুন (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। অভিযোগপত্রে নির্যাতিতা মূল অভিযুক্তকে চিহ্নিত করেছেন ‘জে’ নামে, এছাড়াও ‘এম’ এবং ‘পি’ নামের আরও দুই জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুসারে, প্রথমে ইউনিয়ন রুমে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর তাঁকে নিরাপত্তারক্ষীর কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ‘জে’। বাকি দু’জন ছিলেন বাইরে পাহারায়। কলেজের মূল গেট সেসময় বন্ধ করে দেওয়া হয়, যাতে নির্যাতিতা বাইরে বেরোতে না পারেন। অভিযোগ, তিনি গার্ডের কাছেও সাহায্য চাইলে তা পাননি।
বিস্তারিত……