ডিজিটাল ডেস্ক, ৪ জুলাই : আইন কলেজে সংঘটিত গণধর্ষণকাণ্ডে গ্রেফতার হওয়া রক্ষীকে শুক্রবার আবার পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত (Kasba Rape Security Guard)। আগামী ৮ জুলাই, মঙ্গলবার পর্যন্ত তিনি পুলিশি হেফাজতেই থাকবেন। ওই দিনই মূল তিন অভিযুক্তের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ফলে, চারজনকেই মঙ্গলবার আদালতে ফের হাজির করা হবে।
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত-সহ চার জনকে গত মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। রক্ষী অভিযুক্তকে ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে ফের আদালতে তোলা হয়। আদালত তাঁর আরও চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
২৫ জুন কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত—কলেজের প্রাক্তনী ও অস্থায়ী কর্মী ‘এম’—সহ দুই ছাত্র ‘জে’ ও ‘পি’কে পরদিন গ্রেফতার করে পুলিশ। ২৭ জুন, শুক্রবার তিনজনকে আদালতে তোলা হলে, বিচারক তাঁদের চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে গত সোমবার।
ঘটনার দিন দায়িত্বে থাকা কলেজের রক্ষীকে গত ২৭ জুন রাতে পুলিশ গ্রেফতার করে। নির্যাতিতার অভিযোগপত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত থাকলেও সাহায্য করতে পারেননি, বরং ‘অসহায় দর্শক’ হয়ে ছিলেন। ওই ছাত্রী জানান, রক্ষীর গার্ডরুমেই তাঁকে ধর্ষণ করা হয়, আর সেই সময়ে রক্ষীকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তদন্তকারীদের দাবি, রক্ষীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে।