Kashmir Cloud Burst : ফের মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে বিধ্বস্ত উপত্যকা, মৃত কমপক্ষে ৪

7

ডিজিটাল ডেস্ক, ২৬ অগাস্ট : জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ডোডা। প্রবল মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানের ফলে অঞ্চলের বহু ঘরবাড়ি জলস্রোতে ভেসে গেছে (Kashmir Cloud Burst)। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তৎপরভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। সেই সতর্কতার পরই ডোডা জেলায় নামে প্রবল মেঘভাঙা বৃষ্টি, যার ফলে তৈরি হয় ভয়াবহ হড়পাবান।

এই দুর্যোগে এলাকার অন্তত ১০টি বাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে, তাউই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উদ্ধার ও ত্রাণকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল।

পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে ভূমিধসের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ডোডা জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাউইসহ বিভিন্ন নদীর জলস্তর বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া আরও খারাপ হলে, বিশেষ করে রাতভর বৃষ্টি চললে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, ধসপ্রবণ এলাকাগুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

ডোডার পাশাপাশি সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে কাঠুয়াতেও, যেখানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫৫.৬ মিলিমিটার। ডোডার ভাদেরওয়া অঞ্চলে ৯৯.৮ মিলিমিটার এবং জম্মুতে ৮১.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল।

প্রসঙ্গত, গত ১৪ অগস্ট জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় অতিভারী বৃষ্টির জেরে ভয়াবহ হড়পাবানে বিপর্যস্ত হয়ে পড়ে চাসোটি গ্রাম। প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলে সেখানে মৃত্যু হয়েছে অন্তত ৬৪ জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও পর্যন্ত ৫০০-র বেশি মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এমনকী এই দুর্যোগের কারণে তিনি স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করে দেন। প্রশাসনের তরফে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।