Kashmir Encounter Terrorist Killed : সোপিয়ানে সেনার গুলিতে খতম লস্কর জঙ্গি, চলছে এনকাউন্টার

9

ডিজিটাল ডেস্ক, ১৩ মে : জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাস নির্মূল করতে সেনার নতুন অভিযান শুরু হয়েছে (Kashmir Encounter)। অপারেশন সিঁদুরের অংশ হিসেবে মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তাবাহিনী এক জঙ্গিকে নিকেশ করেছে। পাশাপাশি আরও দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই চলছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা লস্কর-ই-তইবার সদস্য।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকাজুড়ে নিরাপত্তাবাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন জঙ্গিকে খতম করা হয়েছে। মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে বাহিনী সোপিয়ানের জিনপাথের কেল্লার জঙ্গলে অভিযান শুরু করে। জঙ্গিরা পালানোর পথ না পেয়ে মরিয়া হয়ে গুলি চালালে সেনাও পালটা জবাব দেয়। দীর্ঘ গুলির লড়াইয়ের পর এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে, এবং আরও দুই জঙ্গির সঙ্গে লড়াই চলছে।

পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হামলার পর, ভারত ৬-৭ মে পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়, এবং শতাধিক জঙ্গির মৃত্যু হয়। সন্ত্রাসের বিরুদ্ধে এই পদক্ষেপের ফলে পাকিস্তান পালটা হামলার চেষ্টা চালায়। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ সফলভাবে প্রতিহত করে এবং পালটা আঘাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি-সহ অন্তত ১১টি সেনাঘাঁটিতে হামলা চালায়, কড়া বার্তা দেয় ভারতের তরফে। এই পরিস্থিতিতে পাকিস্তান সংঘর্ষবিরতির প্রস্তাব দেয়, যা ভারত গ্রহণ করলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনও চলমান রয়েছে।

পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার পর, নিরাপত্তাবাহিনী কাশ্মীরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে সক্রিয়ভাবে অভিযান শুরু করেছে। মঙ্গলবার সোপিয়ানের ঘটনায় তারই স্পষ্ট উদাহরণ দেখা গেল।

Comments are closed.