Katwa Bomb explosion:বিস্ফোড়ণে কেঁপে উঠল কাটোয়া, বোমায় মৃত ১,গুরুতর জখম ১

29

ডিজিটাল ডেস্ক ৫ই জুলাইঃ শুক্রবার রাত তখন ঠিক সাড়ে আটটা নাগাদ পর পর দুবার বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজে প্রতিবেশীরা হতচকিত হয়ে পড়ে। বাইরে বেরিয়ে দেখে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কাটোয়ার রাজুয়া গ্রাম। প্রতিবেশী খাসনাহার বিবি বলেন,আমরা ভেবেছি বাজ পড়েছে। রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী সহ কাটোয়া থানার আই সি এবং এসডিপিও । ঘটনাস্থলে এসে পুলিশ জানায় কাটোয়ার রাজুয়া গ্রামের পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ। উড়ে গেছে বাড়ির অ্যাজবেসটসের চাল সঙ্গে ভেঙে পড়ে প্পাঁচিলও । গুঁড়িয়ে গেছে ঘরের দেওয়ালও । বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়ি কেঁপে ওঠে ,বলে স্থানীয়দের দাবি । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির এবং গুরুতর জখম এক ব্যক্তিকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ(Katwa Bomb explosion)।

স্থানীয় বাসিন্দা হাসিবুল সেখের দাবি বিস্ফোরণের পর বাড়ি থেকে তিন-চারজনকে ছুটে পালাতে দেখা যায়। একজন জখম পালাবার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে আটক করে। এই ঘটনায় জখম হয় তুফান চৌধুরী নামে এক ব্যক্তিও। তাকে পরে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। জানা যায় গতকাল রাত্রেই পুলিশ খোকন মন্ডল নামের একজনকে গ্রেফতার করেছে, পাশাপশি যে ব্যক্তি মারা গেছেন তার নাম বরকত শেখ এবং সে নানুর থানার শিয়ালডাঙ্গার বাসিন্দা বলেই স্থানীয়রা জানাচ্ছেন। গ্রামবাসীদের পাওয়া তথ্যানুযায়ী, মন্টু শেখ নামেই গ্রামেরই এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে এই দুষ্কর্ম চলত বলে জানা যায়। বাইরের জেলার দুষ্কৃতীদের ভাড়া করে এনে গ্রামের বাসিন্দা তুফান চৌধুরী বোমা বাঁধার কাজ চালাচ্ছিল বলে পুলিশ সুত্রে খবর । বোমা বিস্ফোরণে তুফান চৌধুরীও গুরুতর আহত হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা ভাড়া করা দুষ্কৃতীরা বাড়িতে বোমা বাঁধছিল তখনই বিস্ফোরণ হয়। কোন মজুত বোমা বিস্ফোরণ হয়নি বলে যনাা গেছে । রাত সাড়ে আটটা নাগাদ পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে বলে প্রত্যক্ষদর্শী হাসিবুল শেখ জানান, তিন থেকে চারজন বাড়ির মধ্যে ছিল বলে জানা যায় । জখম দুষ্কৃতী তুফান চৌধুরী দশ দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে বলে পুলিশ এও জানিয়েছে ।পুলিশের তদন্তে উঠে এসেছে ঘটনাস্থলে বোমার মশলা পাওয়া গেছে । সঙ্গে খোঁজ চালান হচ্ছে কোন মজুত আছে কিনা এবং কোন তাজা বোমা আছে কিনা সে সব পরীক্ষার জন্য বোম স্কোয়াডে খবর দিয়েছে পুলিশ। শনিবার বোম স্কোয়াড রাজুয়া গ্রামে আসবে বলে পুলিশ জানায়। প্রশ্ন উঠে কাদের জন্য বোমা তৈরি করা হচ্ছিল ? সেটা তুফান চৌধুরী সুস্থ না হওয়া পর্যন্ত তা জানা যাবে না বলে মনে করছে তদন্তকারিরা । রাজুয়ার মন্টু সেখের পরিত্যক্ত বাড়িতে কারা আসা যাওয়া করত সে বিষয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তুফান চৌধুরী এলাকায় অশান্তি পাকাতে বোমা তৈরি করাচ্ছিল ? নাকি অন্য কোন দুষ্কৃতীদলকে সরবরাহ করতে বোমা তৈরি করাচ্ছিল তার উত্তর খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে।

জনবহুল এলাকায় পরিত্যক্ত বাড়ির ঘরে বোমা বিস্ফোরণে অনেক প্রশ্ন দেখা দিয়েছে গোটা সামাজিক মহলে । প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত বলে মনে করছেন পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আর কেউ ধ্বংসস্তুপের মধ্যে আটকে আছে কিনা তল্লাশি চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ ।