ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : পিলারে ফাটল ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কবি সুভাষ মেট্রো স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্তই চলবে ট্রেন। ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে (Kavi Subhash Metro Station Closed)।
জানা গেছে, সোমবার দুপুর ১টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছেই থেমে যায়। দীর্ঘ সময় কেটে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। এরপর মেট্রো কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই ট্রেন চালানো শুরু করে। তবে শহিদ ক্ষুদিরামে যাত্রীদের নামিয়ে রেক ফাঁকা করে কবি সুভাষ স্টেশনের দিকে পাঠানো হচ্ছিল।
প্রথমে স্পষ্ট করে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। পরে জানা গেছে, টানা ভারী বৃষ্টির প্রভাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল ধরেছে। সেই কারণেই সেখানে মেট্রো চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পিলারের সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্টেশনটি বন্ধ থাকবে। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে মেরামতির কাজ কতদিনে শেষ হবে এবং কবি সুভাষ স্টেশনে আবার কবে থেকে পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।
এখন নজর থাকবে, কতদিন পর্যন্ত বন্ধ থাকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা। আপাতত যাত্রীদের ভরসা দক্ষিণ শহরতলির অন্যান্য মেট্রো স্টেশন কিংবা বিকল্প পরিবহণ ব্যবস্থা। তবে এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি বাড়বে এবং অন্যান্য স্টেশনগুলিতে চাপও যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা স্পষ্ট।