Kaziranga National Park : ২০২৪-২৫ পর্যটন বর্ষে কাজিরাঙায় নতুন রেকর্ড

132

Kaziranga National Park : ২০২৪-২৫ পর্যটন বর্ষে কাজিরাঙায় নতুন রেকর্ড। প্রতিদিনই কাজিরাঙা জাতীয় উদ্যানে আগ্রহ বাড়ছে দেশি-বিদেশি পর্যটকদের। কাজিরাঙা জাতীয় উদ্যানে এবারে প্রায় ৫ লক্ষ পর্যটকের আগমন এবং ১০ কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে। ২০২৪-২৫ পর্যটন বর্ষে সাবেক সব রেকর্ড ভেঙে গেছে কাজিরাঙার।

কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্ৰ সংরক্ষিত বনাঞ্চলের ফিল্ড ডিরেক্টর সোনালি ঘোষ জানান, ২০২৪ সালের এপ্ৰিল থেকে ২০২৫ সালের এপ্ৰিল পর্যন্ত ৪ লক্ষ ৮৯ হাজার পর্যটকের আগমন ঘটেছে। আগের তুলনায় পর্যটক আগমনের সংখ্যা ২০ শতাংশ বেশি। বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

তবে, হাতি সাফারি, জিপ সাফারির সঙ্গে এই পৰ্যটন বৰ্ষে চালু করা ইকো শপ থেকে সংগৃহীত দেড় কোটি টাকাও হিসেব করা হয়েছে এর মধ্যে। স্বভাবতই এই সাফল্যে দারুণ সন্তুষ্ট উদ্যান কর্তৃপক্ষ।

অন্যদিকে, ১৫ বছর পর পানবাড়ি সংরক্ষিত বনাঞ্চল পৰ্যটকদের জন্য খুলে দেওয়া এবং কাজিরাঙায় পৰ্যটনের গুণমান উন্নত করার চেষ্টায় এই সাফল্য এসেছে। একথা জানালেন কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর সোনালি ঘোষ।

কাজিরাঙার এই সাফল্যে সংশ্লিষ্ট সকলেই খুশি। কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রতি বছরই নতুন নতুন আগ্রহ তৈরি হচ্ছে দেশি-বিদেশি পর্যটকদের। ফলে, বাড়ছে পর্যটকের সংখ্যা। এতে প্রচুর রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে। সব মিলিয়ে সকলেই আশার আলো দেখছেন।