Kedarnath Death Suspect:কেদারনাথে আবার মৃত্যু আশঙ্কা ,আহমেদাবাদে মৃতদেহ উদ্ধার এখনও অব্যাহত

16

ডিজিটাল ডেস্ক ১৫জুনঃ উত্তরাখণ্ডে ফের ভেঙে পড়ল যাত্রী পরিবহণের হেলিকপ্টার। রবিবার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফেরার সময় ঘটেছে এই দুর্ঘটনা। গৌরিকুণ্ডের কাছে জঙ্গলে ভেঙে পড়েছে কপ্টারটি। দুর্ঘটনার কবলে পড়া কপ্টারটি আরিয়ান অ্যাভিয়েশনের বলে জানা গিয়েছে। ওই কপ্টারে পাইলট-সহ মোট ৭ জন ছিলেন। উত্তরাখণ্ডের এডিজি আইনশৃঙ্খলা ভি মুরুগেশন এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। ভেঙে পড়া কপ্টার এবং নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের ওই আধিকারিক ( Kedarnath Death Suspect)।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধাম থেকে যাত্রীদের তুলেছিল ওই কপ্টার। গুপ্তকাশী ফিরছিল। কেদারনাথ ভ্যালির আবহাওয়া গত কয়েক দিন ধরেই খারাপ রয়েছে। এর জেরেই কপ্টারটি রাস্তা হারায় এবং ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই কপ্টারের পাইলট এবং ৭ যাত্রীরই মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। যাত্রীদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন বাচ্চা ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি ভেঙে পড়ে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ দুজনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। তবে দুর্ঘটনাস্থল একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে, যার ফলে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এখানে এও বলে রাখা ভাল যে এ বছরের মে মাসে উত্তরকাশীর গঙ্গানির কাছে ভেঙে পড়েছিল একটি হেলিকপ্টার। দেরাদুন থেকে গঙ্গোত্রি ধাম যাওয়ার পথে ঘটেছিল সেই দুর্ঘটনাটি। ওই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং একজন গুরুতর আহত হয়েছিলেন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দুর্ঘটনার বিষয়ে এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর খুবই দুঃখজনক। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল রেসকিউ অপারেশন শুরু করেছে। সমস্ত পর্যটকদের নিরাপত্তার জন্য আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করি।’পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরাখণ্ডের হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।