Kolkata Airport: বিমানবন্দরের কাঁচ ভেঙ্গে পালানোর চেষ্টা বাংলাদেশি যুবকের !

67

ডিজিটাল ডেস্ক ২রা অগাস্টঃ কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য! আন্তর্জাতিক টার্মিনালের লাউঞ্জে বসে আচমকা কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করলেন এক বাংলাদেশি যুবক । ঘটনার পরই অভিযুক্তকে আটক করে সিআইএসএফ। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বিমানবন্দর চত্বরে(Kolkata Airport)।

সূত্রের খবর, ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল (২৫)। সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন ওই যুবক। তাঁর গন্তব্য ছিল ঢাকা। তবে ট্রানজিট লাউঞ্জে বসে হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। আচমকা কাচ ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন।

সিআইএসএফ সূত্রে খবর, অভিযুক্ত যুবক আশরাফুল বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। কাজের সূত্রে সিঙ্গাপুরে থাকেন। কেন কাচ ভাঙার চেষ্টা? জবাবে অসংলগ্ন কথা বলেন ওই যুবক। সিআইএসএফের কাছে তিনি দাবি করেন, “আল্লাহ বলেছে সূর্যের আলোয় থাকলে শক্তি বাড়বে।” যুবকের এই মন্তব্য ঘিরেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

এরপর সিআইএসএফ তাঁকে এনএস সিবিআই থানার হাতে তুলে দেয়। পরে বিধাননগর পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মানসিক অবস্থা এবং তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁর ভারত প্রবেশের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তার প্রশ্নে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসা তথ্যের উপর নজর রাখছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা।