Kolkata Arms Recovery : ব্যাগে জামাকাপড়ের ভিতরে এ কী? ধর্মতলা বাসস্ট্যন্ড থেকে ধৃত ১

12

ডিজিটাল ডেস্ক, ২৫ মে : রাজ্যে অস্ত্রপাচারের বড়সড় পরিকল্পনা বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে (Kolkata Arms Recovery)। রবিবার বিকেলে দূরপাল্লার একটি বাস ধর্মতলায় এসে পৌঁছনোমাত্রই এসটিএফ সদস্যরা অভিযান চালান। অস্ত্র বহন করার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার ব্যাগ খুলে পাওয়া যায় একশোরও বেশি কার্তুজ—সেগুলি জামাকাপড়ের ভেতর সাজানো ছিল। এছাড়াও বেশ কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই কার্তুজ আনা হচ্ছিল, কারা জড়িত ছিল, এবং অস্ত্র পাচারের পরিকল্পনা কোথায় ছিল—এসব তথ্য জানার জন্য ধৃতকে জেরা করছে তদন্তকারীরা।

শহরে আগ্নেয়াস্ত্র আসছে—এই গোপন খবর পেয়ে এসটিএফ অভিযান চালায়। রবিবার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ডে পৌঁছন তদন্তকারীরা। বর্ধমান থেকে আসা একটি বাস তল্লাশি চালিয়ে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ধৃত যুবক কেতুগ্রামের বাসিন্দা, এবং তাঁর কাছে মেচেদার একটি টিকিট পাওয়া গেছে। তল্লাশির সময় তাঁর ব্যাগ থেকে শতাধিক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এরপর তাঁকে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে তার তালিকা তৈরি করা হয়েছে। বস্তুত, জামাকাপড়ের ভেতরে লুকিয়ে মোট ১২০ রাউন্ড কার্তুজ নিয়ে কলকাতায় এসেছিলেন তিনি।

ধৃতের নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি এসটিএফ। তদন্তকারীরা সন্দেহ করছেন, সে একাই অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত নাকি এর নেপথ্যে আরও কেউ রয়েছে। তিনি কোথা থেকে কার্তুজ এনেছিলেন, কী কারণে তা কলকাতায় আনা হয়েছিল, এবং কলকাতা থেকে অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। সম্প্রতি পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের সীমান্ত অঞ্চল ও জনবহুল শহরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলকাতাতেও নজরদারি বেড়েছে, এবং সেই বাড়তি সতর্কতার মধ্যে গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র আমদানির তথ্য পেয়ে এসটিএফ অভিযান চালায়।এই অভিযানে হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.