Kolkata Arms Recovery : নাশকতার উদ্দেশ্য? আগ্নেয়াস্ত্র সহ গঙ্গার ঘাট থেকে গ্রেফতার ২

79

ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : শহরে আবার উদ্ধার হল বেআইনি অস্ত্র। রাতে আর্মেনিয়াম ঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Arms Recovery)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম অমিত সিং (৩০) ও অর্জুন দাস (৪৬)। অমিত সিং রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা, আর অর্জুন দাসের বাড়ি ইমাম বক্স লেনে। তদন্তে পুলিশ অমিতের কাছ থেকে একটি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এবং অর্জুনের কাছ থেকে আরও একটি কার্তুজ উদ্ধার করেছে। দু’জনকেই গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে উত্তর বন্দর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

বুধবার রাতে আর্মেনিয়াম ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে। তবে কী কারণে তারা বেআইনি অস্ত্র মজুত করেছিল, তা এখনও স্পষ্ট নয়।তদন্তকারীরা খতিয়ে দেখছেন—এই অস্ত্র রাখার পেছনে কোনও নাশকতার ছক ছিল কি না, কিংবা তারা বন্দুক ও গুলি পেল কোথা থেকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, ধৃতরা কেন ওই এলাকায় এসেছিল? শহরে একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এত বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র কোথা থেকে আসছে, তা নিয়ে জোর তৎপরতায় তদন্ত চালাচ্ছে পুলিশ। সবদিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি।