Kolkata Child Death : কলকাতায় মর্মান্তিক ঘটনা! টেবিলে খেলতে গিয়ে খুদের ভয়ানক পরিণতি, অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু!
ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : কখন যে শিশু মেয়েটি খেলতে খেলতে চেয়ার টেনে ডাইনিং টেবিলে উঠে পড়েছিল, তা কেউ টেরই পাননি। হঠাৎই সেখান থেকে নিচে পড়ে যায় সে। গুরুতর চোট পেয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় খুদের। ঘটনাকে ঘিরে গিরিশ পার্ক এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Child Death)।
নিহত শিশুকন্যার নাম প্রাণশী সরফ। বয়স মাত্র ১ বছর ১০ মাস। গিরিশ পার্কের মদন চ্যাটার্জী লেনের বাসিন্দা প্রাণশীর পরিবার। বাবা গয়নার ব্যবসায়ী, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেই থাকত সে।
পরিবারের দাবি, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাড়িতেই ছিল সবাই। প্রাণশী নিজের মতো খেলছিল। সেই সময় সকলের অগোচরে সে একটি চেয়ার টেনে ডাইনিং টেবিলে উঠে পড়ে। হঠাৎই সেখান থেকে নিচে পড়ে গিয়ে কান্নাকাটি শুরু করে। শব্দ শুনে পরিবারের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
প্রথমে কিছুটা সচেতন থাকলেও কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ছোট্ট প্রাণশী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, হাসপাতাল পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার জেরে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। শিশুটির মৃত্যু শুধুই পড়ে গিয়ে মাথায় আঘাতের ফলে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, শিশুর জিনিসপত্র এখনও ঘরের নানা কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক যেমনটি ছিল প্রতিদিন। অথচ সেই কোলের সন্তান আর নেই—এই বাস্তব মেনে নিতে পারছেন না তার মা। সদ্য সন্তানহারা মায়ের চোখের জল থামছে না কিছুতেই। শোকে পাথর হয়ে গিয়েছেন প্রাণশীর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরাও। গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।