Kolkata Heavy Rain:বাড়ি ধ্বস ও গাছ উল্টে স্তব্ধ কলকাতা,বৃষ্টিতে ব্যাহত জনজীবন

101

ডিজিটাল ডেস্ক ২৫শে জুলাইঃ ফের বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মধ্য কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড, কাঁকুড়গাছির, গিরিশ পার্ক সহ বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়। গতকাল সন্ধের পর থেকে টানা বৃষ্টির জেরে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গিরিশ পার্ক অঞ্চলের পরিত্যক্ত বাড়ির একাংশ। এছাড়াও অন্যদিকে বউবাজার এলাকায় আরেক বিপত্তি। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে(Kolkata Heavy Rain)।

ফোর্ট উইলিয়াম——–
এছাড়াও পুলিশ সূত্রের খবর বৃষ্টিতে ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি গাছ উপড়ে পড়ে। ঘটনাটি ঘটার পরপরই কলকাতা পুলিশের একটি দল দ্রুততার সঙ্গে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে দেয়, ফলে কোনও যানজট সৃষ্টি হয়নি। এতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য বাহবা জানিয়েছেন সাধারণ মানুষ।

গিরিশ পার্ক———
হটাৎই বৃহস্পতিবার সন্ধের পর থেকে টানা বৃষ্টির জেরে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গিরিশ পার্কের একটি পরিত্যক্ত বাড়ির একাংশ।ঘটনাস্থল সুবীর চ্যাটার্জি রোডের ১২ নম্বর বাড়ি,যা কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। পুরনো, দীর্ঘদিনের ফাঁকা ওই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই তার উপরের দিকের একাংশ ভেঙে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কেউ আহত হননি। তবে রাতের নিস্তব্ধতায় বিকট শব্দে ভেঙে পড়া অংশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশপাশের বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘অনেকদিন ধরেই বলছিলাম বাড়িটা ভেঙে ফেলা হোক। ওটা একটা দুর্ঘটনা ঘটানোর জন্য বসে ছিল।’

বউবাজার———
শুক্রবার সকালে,একই রকমভাবে বউবাজারের একটি পুরনো বাড়ির কিছু অংশ বৃষ্টির জেরে ভেঙে পড়ে। ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর গিয়ে পড়ে। তাতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারও কোনও আঘাত লাগেনি। পুলিশ জায়গাগুলি ঘিরে রেখেছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।

কলকাতা ও শহরতলি———–
অন্যদিকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জমে যায় জল। পার্ক সার্কাস, একবালপুর, টালিগঞ্জ, সিএইচসি মোড়, বেলগাছিয়া, নিমতা সহ একাধিক অঞ্চলে জল জমে জনজীবনে ব্যাঘাত ঘটায়। রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক রাস্তায়। তবে প্রশাসনের তরফে পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যেই জল নেমেছে। তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে পুরসভা। কিছু জায়গায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে। কলকাতা পুরসভা ও দমকল বিভাগ এই সমস্ত ঘটনাস্থলগুলিতে পৌঁছে ঘিরে দেয় গোটা এলাকা। যাতে কেউ ধসে পড়া বাড়ির ধারে না যান বা বউবাজারে ওই ধ্বসে পড়া বাড়ির আসেপাশে যাতে ঘিরে রাখা যায় সে ব্যবস্থা করা হয়। পাশাপাশি,শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজও। পুরসভার তরফে জানানো হয়েছে, এই দুটির বাকি অংশও যে কোনও সময়ে ধসে পড়তে পারে। তাই আশপাশের বসবাসকারী পরিবারগুলিকে আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃষ্টির পরিমাণ ও প্রভাব বিবেচনায় রাখলে,পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে প্রশাসনের তৎপরতা ও পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। ফলে প্রশাসনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরসভার কর্মীদের ছুটি বাতিল করে ঘূর্ণায়মান ডিউটি চালু রাখা হয়েছে।