Kolkata Mao Threat : খাস কলকাতায় মাওবাদীদের নামে চিঠি পাঠিয়ে তোলাবাজির হুমকি?

12

ডিজিটাল ডেস্ক, ৭ জুন : খাস কলকাতায় মাওবাদীদের নামে পাঠানো চিঠিতে তোলাবাজির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে (Kolkata Mao Threat)। অভিযোগ অনুযায়ী, ৫০ লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছে। এ ঘটনায় বড়বাজার থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই চিঠিটি সত্যিই কোনও মাওবাদী নেতা পাঠিয়েছেন, নাকি এটি ভুয়ো।

অভিযোগকারী ব্যবসায়ীর সংস্থা কলকাতার বড়বাজারের ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটের চারতলায় অবস্থিত। অভিযোগ অনুযায়ী, সমীর মণ্ডল নামে এক ব্যক্তি তাঁকে চিঠি পাঠিয়েছেন, যেখানে দাবি করা হয়েছে যে মাওবাদী তহবিলের শক্তি বৃদ্ধি করতে বিপুল অর্থের প্রয়োজন, এবং এজন্য ৫০ লক্ষ টাকা দিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলায় টাইপ করা ওই চিঠিতে ‘গুপীকান্ত বাগচি’ লেখার পর ‘বাগচি’ পদবীটি কেটে দিয়ে ‘ব্যানার্জি’ লেখা হয়েছে। চিঠিতে উল্লিখিত প্রেরকের ঠিকানা—উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত হাদিপুর কলোনি। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

প্রেরকের কাছে ৫০ লক্ষ টাকা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এছাড়া, ওই ব্যবসায়ীকে সতর্ক করে জানানো হয়েছে যে পুলিশের কাছে গেলেও তিনি রক্ষা পাবেন না, কারণ চিঠির প্রেরকের দাবি অনুযায়ী, ‘পশ্চিমবঙ্গের পুলিশ’ তাদের কিছু করতে পারবে না, কারণ তাদের সাহস নেই। এই ঘটনায় বড়বাজার থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে—এই চিঠিটি সত্যিই কোনও মাওবাদী নেতার লেখা, নাকি অন্য কেউ এই নামে ভুয়ো চিঠি পাঠিয়েছে। চিঠিটি বারাসত থেকে পাঠানো হয়েছে, এবং উল্লিখিত ঠিকানার সূত্র ধরে প্রকৃত ‘মাওবাদী’র হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।