Kolkata Metro: যাত্রী ভোগান্তিতে স্বস্তি দিয়ে কবি সুভাষ-ক্ষুদিরাম বাস পরিষেবা চালু রাজ্যের

56

ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন বিগত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। দমদম শাখার মেট্রো এখন আসছে দমদম থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত,আবার শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চলাচল করছে । ফলে দক্ষিণ শাখার ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। তাই যাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম নিউ গড়িয়া থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু হল আজ থেকে। সকাল আটটা থেকে সকাল ১১ টা পর্যন্ত বাস পরিষেবা থাকবে অফিস টাইমে। আবার ৫টা থেকে ৮টা পর্যন্ত বাসের পরিষেবা থাকবে বিশেষ করে অফিস ফেরত যাত্রীদের জন্য । আর এই বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হবে বলে এমনটাই জানাচ্ছেন তারা। কুড়ি মিনিট অন্তর চলছে এই বাস পরিষেবা(Kolkata Metro)।

স্টেশন সংস্কারের জন্য আগামী ন’মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে গিয়েছে। সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করে দিল রাজ্য। ৩২ সিটের এই বাস অফিস টাইমে থাকবে যাত্রী সুবিধার্থে, যার ভাড়া ১০ টাকা।

নিউ গড়িয়া অঞ্চলের বাসিন্দারা আগেই জানিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে মিনিট দশেকের মধ্যেই কবি সুভাষ পৌঁছে মেট্রো ধরে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতেন, তাঁদেরই এখন ক্ষুদিরাম পৌঁছতে ৪০ মিনিট লেগে যাচ্ছে। একই সঙ্গে বেড়ে গিয়েছে তাঁদের অটোর খরচও।

কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ-ডাউন দু’দিকের প্ল্যাটফর্মই বসে গেছে। পরপর পিলারে ফাটল। উদ্বোধনের ১৫ বছরের মধ্য়ে এই বিপর্যয় ঘিরে দায় ঠেলাঠেলি চলছে। এই প্রেক্ষিতেই মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে ত্রুটি নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি রক্ষণাবেক্ষণের অভাব ছিল? কলকাতা মেট্রোর তরফ থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সেটা ২২ মিটার গভীর ব্রিজের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। গঠনগতভাবে তৈরির সময় কোনও সমস্য়া ছিল না। তাহলে কী সমস্য়া রক্ষণাবেক্ষণের? নয়তো ১৫ বছরের মধ্য়েই একটি মেট্রো স্টেশন এরকম বিপর্যয় কী করে?

সূত্রের খবর, মাস খানেক আগে রাইটসের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতেও ত্রুটি ধরা পড়েছিল। পুজোর পর রক্ষণাবেক্ষণ কাজ শুরুর কথা ছিল। তার আগেই এই বিপর্যয়। অন্যদিকে, টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত অধিকাংশ মেট্রোর পিলার নিয়েও রিপোর্টে উদ্বেগজনক তথ্য় উঠে এসেছে বলে সূত্রের খবর।