ডিজিটাল ডেস্ক ১৪ অগাস্টঃ বিগত কয়েক বছরে কলকাতায় মেট্রো সংযোগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একসময় যে মেট্রো চলত শুধুমাত্র টলিগঞ্জ থেকে দমদম, বাড়তে বাড়তে তা গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছেছে আগেই। পরে শিয়ালদহ-সেক্টর ৫-হাওড়া ময়দানের মতো নতুন রুটও তৈরি হয়েছে। এখনও কাজ চলছে বিভিন্ন জায়গায়। আর এবার শহরবাসীর কাউন্টডাউন শেষ হওয়ার পথে। নতুন তিনটি রুটে মেট্রো চালু হবে চলতি মাসের ২২ তারিখ থেকে(Kolkata Metro)।
সম্প্রতি এসপ্লানেড মেট্রো পরিদর্শন করে গিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান। তারপরই জল্পনা শুরু হয়। আর এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল যে আগামী ২২ অগস্ট তিনটি নতুন রুটের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রতিবেদনটি লেখার ঠিক ৯ দিন পর উদ্বোধন হবে এই তিন মেট্রো রুট।
একদিকে গ্রিন লাইনে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। এই রুট চালু হয়ে গেলে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। অন্যদিকে, অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে এবং নতুন তৈরি হওয়া ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ তথা কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।
সবকটি রুটই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসপ্লানেড ও এয়ারপোর্টের মতো জায়গায় মেট্রো চালু হলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। এতদিন পর্যন্ত শিয়ালদহ থেকে সেক্টর ৫ ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছিল। মাঝের অংশ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। অবশেষে মাঝের ওই অংশ জুড়ে ফেলা সম্ভব হয়েছে।