Kolkata Metro: আজ শহরে প্রধানমন্ত্রী,৩রুটের মেট্রো উদ্বোধনের সঙ্গে একাধিক কর্মসূচি বাংলায়

82

ডিজিটাল ডেস্ক ২২শে অগাস্টঃ দীর্ঘ অপেক্ষার পর আজ মেট্রোর ৩টি নয়া রুটের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ/বিমান বন্দর), গ্রিন লাইন (শিয়ালদা-এসপ্ল্যানেড), এবং অরেঞ্জ লাইন (বেলেঘাটা-রুবি/হেমন্ত মুখোপাধ্যায়) উদ্বোধন করবেন। ফলে হাওড়া থেকে শিয়ালদা এবং সল্টলেক জুড়তে চলেছে। অফিসযাত্রীদের জন্য বিরাট বড় সুখবর(Kolkata Metro)।

আজ প্রধানমন্ত্রীর কর্মসূচী
এদিন প্রধানমন্ত্রী প্রশাসনিক ও রাজনৈতিক দু’টি কর্মসূচী করবেন। বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানন্ত্রী। সেখান থেকে প্রথমে যাবেন যশোহর রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। ওখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাকি দুই রুটে মেট্রো চলাচলের সূচনা করবেন। এদিন তিনি যশোহর রোড মেট্রো স্টেশন থেকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত যাবেন। আবার ওই মেট্রোতেই যশোহর রোড ফিরবেন। এর পরে সড়কপথে যাবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানের সভাস্থলে।

মেট্রোর নয়া রুটে কবে থেকে যাত্রা শুরু করতে পারবে সাধারণ মানুষ?
শুক্রবার সন্ধে ৬টা থেকে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রাত্রি ১০টা ১৯ পর্যন্ত পরিষেবা চলবে।

কবি সুভাষ-বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে ২৫ তারিখ থেকে। এই রুটে মেট্রো চলবে সকাল ৮টা থেকে সন্ধে ৮টা ২৮ মিনিট পর্যন্ত। একইসঙ্গে সোমবার থেকেই নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটের পরিষেবা চালু হবে। সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সন্ধে ৮টা ১০ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।

সঙ্গে অন্যান্য প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর
এদিন প্রধানমন্ত্রী ৫২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। সেন্ট্রাল জেল ময়দানেই প্রশাসনিক সভার মঞ্চ থেকে ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করবেন। এরপর রাজনৈতিক মঞ্চ থেকে জনসভা করবেন।