Kolkata Metro: মেট্রো বিভ্রাট যেন ক্রমেই বাড়ছে,আজ ফের টালিগঞ্জ- শহিদ ক্ষুদিরাম পরিষেবা ব্যহত

49

ডিজিটাল ডেস্ক ২৮শে অগাস্টঃ বৃহস্পতিবার সকালে ফের সমস্যায় পড়তে হল মেট্রো যাত্রীদের । টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা নেই । সকাল প্রায় সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোগান্তি(Kolkata Metro)।

বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ প্রায় আধ ঘণ্টা টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো পরিষেবা পাওয়া যায়নি। ফলে যাত্রীরা যানজট ও দেরিতে পৌঁছানোর শিকার হচ্ছেন।

রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। ট্রেনের লাইন পরিবর্তনের সমস্যা থাকায় শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলো আবার দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে।

সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ এখনও সমস্যার প্রকৃত কারণ প্রকাশ করেনি। তবে জানা গেছে, শহিদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার লাইন পরিবর্তনের ব্যবস্থা নেই। এজন্য কিছু ট্রেনকে শহিদ ক্ষুদিরামের বদলে টালিগঞ্জ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তারই জেরে এই নাকাল পরিস্থিতি।