Kolkata Metro Fine Passengers : হলুদ লাইন পার হলেই দিতে হবে ফাইন, জরিমানা করার সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
ডিজিটাল ডেস্ক, ২৬ মে : মেট্রো আসার আগে কেউ হলুদ লাইন পার করলেই দিতে হবে জরিমানা। এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা মেট্রো (Kolkata Metro Fine Passengers)।
জানা যাচ্ছে আগাম ১লা জুন থেকে কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে কেউ হলুদ লাইন পার করে তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে। গোটা প্ল্যাটফর্ম চত্বর সিসিটিভির আওতায় থাকে। নিয়ম লঙ্ঘনের ঘটনা সরাসরি লাইভ ফুটেজের মাধ্যমে পর্যবেক্ষণ করবে মেট্রো কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নেবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যাত্রীরা ট্রেনে আগে উঠতে গিয়ে স্টেশনে ট্রেন আসার আগেই নিরাপত্তা লাইন অতিক্রম করে দাঁড়িয়ে পড়ছেন। এর ফলে মাঝেমধ্যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আগে থেকেই এমন হুড়োহুড়িতে পা ফসকে লাইনে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সতর্কবার্তা দেওয়ার পরও অনেকেই নিয়ম মানছেন না। এই পরিস্থিতি এড়াতে এবার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রতিটি প্ল্যাটফর্মের ধারে কিছুটা জায়গা ছেড়ে একটি হলুদ সীমারেখা রয়েছে। যাত্রীরা যাতে সেই সীমা অতিক্রম না করেন, সেই উদ্দেশ্যে মেট্রো নতুন নিয়ম চালু করতে চলেছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ট্রেনের সামনে বা লাইনে ঝাঁপ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আগেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই বিপজ্জনক আচরণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। হলুদ সীমারেখা অতিক্রম না করার জন্য বারবার মাইকের মাধ্যমে সতর্কতা জানানো হয়। স্টেশনে উপস্থিত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্মীরাও যাত্রীদের সতর্ক করেন। তবে এইসব প্রচেষ্টা সত্ত্বেও যাত্রীদের অসতর্ক আচরণ রোধ করা সম্ভব হয়নি। তাই এবার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে যাত্রী সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে নতুন পদক্ষেপ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।