ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : সপ্তাহের শুরুতেই যান্ত্রিক ত্রুটিতে বিপর্যস্ত হল কলকাতা মেট্রো। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সোমবার দুপুর থেকে পরিষেবায় বড়সড় বাধা দেখা দেয়। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন পর্যন্ত আপাতত কোনও ট্রেনই যাচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চললেও, সেখানেই রেক ঘুরিয়ে ফেরানো হচ্ছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে (Kolkata Metro Problem)।
মেট্রো সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) কোনও সমস্যা না থাকলেও দুপুরের পর পরিস্থিতি বদলায়। হঠাৎ করেই কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করে যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে, আপাতত কোনও ট্রেন ওই স্টেশন পর্যন্ত যাবে না। এতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। কিছু ট্রেন বাতিলও করতে হয়।
পরিস্থিতি সামাল দিতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরামেই রেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ‘‘ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্যার কারণে কবি সুভাষ পর্যন্ত ট্রেন পাঠানো যাচ্ছে না। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে সমস্যার সূত্রপাত। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিষেবা পুরোপুরি চালু করা হবে।’’
যদিও পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা এখনও জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে। উল্লেখযোগ্যভাবে, ব্লু লাইনে এই বিভ্রাটের মধ্যেও অরেঞ্জ লাইনে (হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ) মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। বহু যাত্রী প্রতিদিন বিভিন্ন স্টেশন থেকে মেট্রোয় উঠে কবি সুভাষ স্টেশন পর্যন্ত যান, সেখান থেকেই বাস বা অন্য পরিবহণে শহরতলি ও মফস্সলের দিকে যাত্রা করেন। কিন্তু সোমবার সেই যাত্রাপথ থমকে যাওয়ায় গন্তব্যে ফিরতে সমস্যায় পড়েছেন বহু মানুষ।