Kolkata Police: কয়েক ঘণ্টায় খুনের কিনারা পুলিশের,গ্রেফতার নিউ গড়িয়ার দুই অভিযুক্ত

57

ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধাকে খুনের ঘটনায় আয়া গ্রেফতার। সঙ্গে তাঁর এক পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার। বয়স ৩৬ বছর। তাঁর সঙ্গী ছিলেন ৪১ বছরের মহম্মদ জালাল মীর। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। দু’জনে মিলে বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চক্রান্ত করেছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুক্রবার গভীর রাতে ১টা ৪০ মিনিট নাগাদ ঢোলাহাটের বাড়ি থেকে প্রথমে জালালকে গ্রেফতার করা হয়েছে। পরে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে নরেন্দ্রপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে আশালতাকে। বৃদ্ধার দেহের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাথায় আঘাত এবং শ্বাসরোধের কারণে এই মৃত্যু। বৃদ্ধার গলা টিপে ধরা হয়েছিল। ময়নাতদন্তের ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল। আয়া এবং তাঁর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ(Kolkata Police)।

বিমলা সর্দার নামে বছর উনআশির ওই বৃদ্ধা ও তাঁর স্বামী থাকতেন নিউ গড়িয়ার অভিজাত আবাসনে। কাজের সূত্রে সন্তানরা দেশের বাইরে থাকতেন। বার্ধক্যজনিত কারণে ইদানীং দম্পতির চলাফেরা করতে অসুবিধা হত। তাই গত ১৭ তারিখ সেন্টার থেকেই আশালতা সর্দার নামে ওই আয়াকে রাখা হয়। আগে থেকেই ওই বাড়িতে মধুমিতা হালদার নামে এক জন পরিচারিকার কাজ করতেন ওই বাড়িতে। আশালতা মূলত বৃদ্ধাকে দেখভালের জন্য নিযুক্ত হয়েছিলেন। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকালে পরিচারিকাই অনান্য দিনের পর বাড়িতে কাজ করতে এসে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় তিনি জানালা দিয়ে বাড়িতে উঁকি দেন। তখনই সিঁড়ির কাছে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের খবর দেন, তারপর খবর যায় থানায়।

জানা গিয়েছে, গত ১৭ অগষ্ট থেকে ওই বাড়িতে কাজ শুরু করেন। সেন্টার থেকেই আয়া নেওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। বৃহস্পতিবার ওই আয়াকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে। তারপর থেকে বন্ধ সিসি ক্যামেরা। কিন্তু এই ধরনের ঘটনায় আবারও শহরে একাকী বৃদ্ধবৃদ্ধার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।