ডিজিটাল ডেস্ক, ২১ মে : ভর সন্ধেবেলায় কলকাতার রাস্তায় ধর্ষণের চেষ্টা এক তরুণীকে (Kolkata Rape)! পথচলতি এক যুবকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ, ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালতলা এলাকাতে। তরুণীর অভিযোগ, লেলিন সরণী এলাকা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই তিনি বুঝতে পারেন ওই যুবক তাঁর পিছু নিয়েছে। কিছুক্ষণ পরেই তাঁর ওপর কার্যত ‘হামলা’ করে অভিযুক্ত। পুলিশকে তরুণী জানিয়েছেন, ওই যুবক তাঁর গায়ে হাত দেন, জামা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাঁকে ধর্ষণ করারও চেষ্টা করা হয়। ঘটনায় তাঁর হাতে চোটও লেগেছে বলে দাবি করেছেন তরুণী। অভিযুক্ত টিটাগড়ের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্যে যে তরুণীর অভিযোগ, তাঁর পিছু নেওয়ার কারণ জিজ্ঞাসা করায় কার্যত হুমকি দিয়েছিল যুবক। বলেছিল, ‘যা করেছি, বেশ করেছি’। এরপরই তিনি চিৎকার করে লোক ডাকেন। ধরা পড়ে ওই অভিযুক্ত।
তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের প্রশ্ন, কলকাতার মতো বড় শহরে যদি সন্ধেবেলায় রাস্তায় এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তাঁরা আরও জানান, এই ঘটনার মাধ্যমে রাজ্যে মহিলা নিরাপত্তার বাস্তব চিত্র সামনে এসেছে। অভিযোগকারিণীর কথায়, “আজ এটা আমার সঙ্গে ঘটেছে, কাল অন্য কারও সঙ্গেও ঘটতে পারে। মহিলা নিরাপত্তা নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এখন তো রাস্তায় বের হওয়ারও ভয় লাগছে।”