ডিজিটাল ডেস্ক, ৫ মে: কলকাতার এন্টালি থানা এলাকায় সোমবার দুপুরে ট্যাক্সিতে করে যাওয়ার সময় প্রায় আড়াই কোটি টাকার বেশি নগদ লুট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে (Kolkata Robbery)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ এসএন ব্যানার্জি রোডে অবস্থিত একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে বেরোন দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে কয়েকটি ব্যাগে মোট ২ কোটি ৬৬ লক্ষ টাকা ছিল। দুই ব্যক্তি একটি ট্যাক্সিতে ওঠার পর গাড়িটি ফিলিপ্স মোড়ের দিকে এগোচ্ছিল। অভিযোগ, সেসময়ই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ট্যাক্সিটিতে ওঠে এবং চালককে নির্দেশ দেয় কামারডাঙা এলাকার একটি নির্জন গলির দিকে যেতে। সেখানে গিয়েই তারা ট্যাক্সি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগগুলি ছিনতাই করে পালায়।
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে এবং শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার জেরে পরে এন্টালি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন দুই যাত্রী। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আক্রান্ত দুই ব্যক্তি একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার কর্মী এবং তাঁরা সেই বিপুল পরিমাণ নগদ অর্থ একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন।
তাঁদের দাবি, এসএন ব্যানার্জি রোড থেকে ট্যাক্সিতে ওঠার পর যখন গাড়িটি ফিলিপ্স মোড়ের কাছে পৌঁছয়, ঠিক তখনই দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাস্তায় হাত দেখিয়ে ট্যাক্সিতে ওঠে। এরপর ওই দু’জন যাত্রী ও চালককে ভয় দেখিয়ে ট্যাক্সিটিকে কামারডাঙার একটি নির্জন গলিতে নিয়ে যেতে বাধ্য করে। অভিযোগকারীদের আরও দাবি, সেই নির্জন গলিতে আগে থেকেই আরও কয়েকজন দুষ্কৃতী অপেক্ষা করছিল। ট্যাক্সি সেখানে পৌঁছাতেই, পরিকল্পনামাফিক অভিযুক্তরা ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগগুলো ছিনিয়ে নেয় এবং চম্পট দেয়। ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত লুঠপাট বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ট্যাক্সিচালকের বক্তব্যও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযোগকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের বয়ান অনুযায়ী প্রতিটি ঘটনার সময়কাল খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। পাশাপাশি, ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে বিশ্লেষণ করছে তদন্তকারী দল।
Comments are closed.