Krishnanagar Murder : ব্যর্থ প্রেম! মায়ের সামনেই মেয়ের এ কী পরিণতি? কৃষ্ণনগরে হাড়হিম ঘটনা!

55

ডিজিটাল ডেস্ক, ২৫ অগাস্ট : সোমবার দুপুরে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকা (Krishnanagar Murder)। এক যুবতীর বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে হঠাৎই এক যুবক ওই বাড়ির দোতলায় উঠে এলোপাথাড়ি গুলি চালায়।

গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। মৃতার নাম ইশিতা মল্লিক। এই নৃশংস ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হত্যার পেছনে ঠিক কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে প্রণয়ঘটিত কারণকেই এই হামলার পেছনে দায়ী মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে পুলিশ। তাঁর নাম দেবরাজ সিং। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁকে ধরতে জোর তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দোষীর গতিবিধি শনাক্ত করতে।

নিহত তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন তরুণীর মা ও ভাই। তরুণীর মা জানিয়েছেন, সোমবার দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তিনি দ্রুত মেয়ের ঘরের দিকে ছুটে যান। তখনই দেখতে পান, এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর ঘরে ঢুকে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে মুহূর্তে ভেঙে পড়েন তরুণীর পরিবার।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিহত তরুণী একজন প্রথম বর্ষের কলেজ ছাত্রী ছিলেন। কলেজে পড়াকালীনই অভিযুক্ত দেবরাজ সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে সম্প্রতি ওই ছাত্রী সেই সম্পর্ক থেকে সরে আসতে চাইছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই ‘ব্যর্থ প্রেম’ থেকেই উঠে এসেছে এই মর্মান্তিক ঘটনার সূত্র।