Kunal Lawsuit Against Abhaya’s Father : অভয়ার বাবার বিরুদ্ধে কুণালের মামলা?

57

ডিজিটাল ডেস্ক, ২০ অগাস্ট : নিরবচ্ছিন্ন অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত কুৎসার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ কুণাল ঘোষের। আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক (Kunal Lawsuit Against Abhaya’s Father)। কুণাল ঘোষ স্পষ্টভাবে বলেন, “নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ যা খুশি, মিথ্যা অভিযোগ তুলে যাচ্ছেতাই বলবেন।”

অভয়ার বাবার সাম্প্রতিক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সংবাদমাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কিছু অফিসার টাকা নিয়ে তদন্তকে প্রভাবিত করেছেন, এবং পুলিশেরও এতে যোগসাজশ রয়েছে। তাঁর দাবি, কুণাল সিজিও কমপ্লেক্সে গিয়ে একটি ‘ডিল’ চূড়ান্ত করেছেন। এই বিস্ফোরক মন্তব্যের পর কুণাল আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভয়ার বাবাকে। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা দায়ের করেছেন।

উল্লেখযোগ্য যে, গত মঙ্গলবার কুণালের পক্ষ থেকে আইনজীবী অয়ন চক্রবর্তী অভয়ার বাবাকে একটি আইনি নোটিশ পাঠান। তাতে স্পষ্টভাবে জানানো হয়, চার দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে তাঁর করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত। ফলে আজ, বুধবার, কুণাল ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা দায়ের করেছেন।

অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে কুণাল আগেই জানিয়েছিলেন, “আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। এটি একটি ভয়ঙ্কর ঘটনা ছিল, এবং অপরাধী তার শাস্তি পেয়েছে। আমরা সবাই ন্যায়ের জন্য লড়েছি এবং তা পেয়েছি। কিন্তু এর মানে এই নয় যে উনি যা খুশি বলে যাবেন, বা অন্যের শেখানো কথা মুখে তুলে নেবেন। যদি তিনি ক্ষমা না চান, তাহলে আদালতে এসে তাঁর বক্তব্যের প্রমাণ দিতে হবে।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে মৃত চিকিৎসকের বাবা-মা নবান্ন অভিযানের ডাক দেন। সেই কর্মসূচিতেই তাঁরা রাজ্য সরকার ও সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।