Lakshminath Bezbarua: উন্নয়নের মূল্য দিতে হলো লক্ষীনাথ বেজবরুয়াকেও!

3

Lakshminath Bezbarua: যে কোনও মূল্যেই হোক এগিয়ে যেতে হবে। আধুনিক ছাড়িয়ে এগোতে হবে অত্যাধুনিকের দিকে। তবেই না হয়ে উঠব স্মার্ট। গড়ে উঠবে স্মার্ট সিটি। তা সে যে কোনও মূল্যেই হোক।

উন্নয়নের অজুহাতে এবার সরিয়ে দেওয়া হলো লক্ষীনাথ বেজবরুয়াকে
সাহিত্যরথীর চরম অবমাননা
স্মার্ট সিটির কদর্য ছবি

জল্পনা ছিলই। শেষ পর্যন্ত উঠিয়ে দেওয়া হল গুয়াহাটি ক্লাবের লক্ষীনাথ বেজবরুয়ার পূর্ণাবয়র মূর্তিকে।

ক্রেন দিয়ে টেনে তোলা হচ্ছে সাহিত্যরথীর প্রতিমূর্তিকে

নুনমাটি-গুয়াহাটি রিজার্ভ ব্যাংক ফ্লাইওভারের জন্য লক্ষীনাথ বেজবরুয়ার প্রতিমূর্তিকে সরিয়ে দেওয়া হচ্ছে। ক্রেনের মুখে ঝুলছেন

অসমিয়া শিল্প-সাহিত্যের প্রতীক লক্ষীনাথ বেজবরুয়া

নুনমাটি-রিজার্ভ ব্যাংক ফ্লাইওভার হলেও সাহিত্যরথী লক্ষীনাথ বেজবরুয়ার মূর্তি সরানো হবে না বলে কিছুদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

কিন্তু উন্নয়নের ধাক্কায় সরে যেতে হলো সাহিত্যরথীকেও।

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর বসানো হয়েছিল সাহিত্যরথীর মূর্তি

পূর্ত মন্ত্রী অজন্তা নেওগের উপস্থিতিতে মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিন্তু আচমকাই সরিয়ে দেওয়া হলো প্রতিমূর্তি। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও কীভাবে, কেন সরিয়ে দেওয়া হলো লক্ষীনাথ বেজবরুয়ার মূর্তি, কেউ জানে না। এমনকী কর্তব্যরত বিভাগীয় কর্মীরাও জানেন না কিছু।

কার নির্দেশে এটা করা হয়েছে কেউ জানে না। তাহলে কী লক্ষীনাথ বেজবরুয়ার এই মূর্তি স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হলো, নাকি ফ্লাইওভারের জন্য অস্থায়ীভাবে সরানো হয়েছে, কারও জানা নেই। তাহলে কী পুনঃপ্রতিষ্ঠা হবে লক্ষীনাথ বেজবরুয়ার মূর্তি এটাও জানা নেই কারও।

আপাতত রোটারি ক্লাবের এক কোনে অস্থায়ীভাবে স্থান পেয়েছেন সাহিত্যরথী

আপাতত এটাই তাঁর আবাস। ফের সসম্মানে তিনি ফিরবেন কিনা কেউ জানে না।

Comments are closed.