Lalu Expels Tejpratap : ‘পরিবার এবং দল’ দু’জায়গা থেকেই বহিষ্কার! বড় ছেলে তেজপ্রতাপকে তাড়িয়ে দিলেন লালু!
ডিজিটাল ডেস্ক, ২৫ মে : আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে বহিষ্কার করেছেন (Lalu Prasad Expels Tejpratap)। শুধু দল নয়, পরিবার থেকেও তাঁকে বিতাড়িত করেছেন তিনি। লালু জানিয়েছেন যে, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, তিনি স্পষ্ট করেছেন যে, আগামী ছ’বছর তেজপ্রতাপের সঙ্গে আরজেডির কোনও সম্পর্ক থাকবে না।
সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব তাঁর পুত্র তেজপ্রতাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। লালুর মতে, আরজেডি সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করছে, এবং ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে সেই সংগ্রাম দুর্বল হয়ে পড়তে পারে। এই কারণেই, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজপ্রতাপকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি আরও লেখেন, তেজপ্রতাপ নিজের জীবনে ভাল-মন্দের পার্থক্য বোঝেন, এবং যদি কেউ তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান, তবে তা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
শনিবার, তেজপ্রতাপ যাদব ফেসবুকে অনুষ্কা যাদবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, দাবি করেন যে, তাঁরা গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসার পর বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে। তবে, তেজপ্রতাপ দাবি করেন যে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং ছবি এডিট করে পোস্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনাগুলি তাঁকে ও তাঁর পরিবারকে মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। ঠিক এর পরের দিনই লালুপ্রসাদ যাদব ঘোষণা করেন যে, তেজপ্রতাপকে পরিবার এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া, লালুর “দায়িত্বজ্ঞানহীনতা” প্রসঙ্গে করা মন্তব্যের সুনির্দিষ্ট উদ্দেশ্যও কোনও পক্ষ পরিষ্কার করেনি।
চলতি বছর বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এতে বৈশালী জেলার মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে তেজপ্রতাপ যাদবের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে লালুপ্রসাদ যাদবের সিদ্ধান্ত তেজপ্রতাপের রাজনৈতিক ভবিষ্যতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।