Latest Weather Update : সরে গিয়েছে ঘূর্ণাবর্ত! কিন্তু দুর্যোগ এখনই থামছে না?

57

ডিজিটাল ডেস্ক, ৩ অগাস্ট : রবিবার এক বিশেষ বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্ত এখন সরে গিয়ে অবস্থান করছে উত্তর-পশ্চিম বিহার ও উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপরে (Latest Weather Update)। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা, যা এ রাজ্যের বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বিস্তৃত হয়ে পৌঁছেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যৌথ প্রভাবে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। যদিও বাকি জেলাগুলিতে সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই ইঙ্গিত।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, যদিও আপাতত গুরুতর সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পাঁচ জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি থাকছে। বাকি তিন জেলায় এখনই বড়সড় সতর্কতার প্রয়োজন না পড়লেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।