ডিজিটাল ডেস্ক ৪ঠা অগাস্টঃ গত দু’মাসের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, চলতি বর্ষার মরশুমে সে রাজ্যে এখনও পর্যন্ত ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, ক্ষতিগ্রস্ত মধ্যপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ(Madhya Pradesh Flood)।
সূত্রের খবর, মৃত ২৫২ জনের মধ্যে কয়েকজন বাজ্রপাতে, ধসে, গাছ পড়ে এবং জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। বৃষ্টির কারণে প্রায় মধ্যপ্রদেশ ২৫৪টি গ্রামীণ রাস্তা ভেঙে গিয়েছে, যার ফলে সে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এ ছাড়াও, ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সে রাজ্যের সরকারের তরফে আগেই খোলা হয়েছে ত্রাণ শিবির। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পর্যবেক্ষণ করছেন। তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সুরক্ষা দেওয়ার। রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই ৩,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) মোতায়েন করা হয়েছে বন্যা কবলিত মধ্যপ্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে। একই সঙ্গে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্যও নেওয়া হবে বলে জানিয়েছেন সে রাজ্যের সরকারি আধিকারিকরা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বর্ষার মরশুমে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ৭১১.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে গড়ে ৫৯ শতাংশ বেশি। ক্রমাগত বৃষ্টির ফলে সে রাজ্যের নদী ও জলাধারগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং বাঁধের লকগেটগুলি খুলে দেওয়া হয়েছে।