Maheshtala Nurse Murder : মহেশতলায় বাড়ি থেকে কিছুটা দূরে মহিলা নার্সের নিথর দেহ!

12

ডিজিটাল ডেস্ক, ৬ জুলাই : স্বামীকে খুঁজতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মহেশতলা থানা এলাকার একটি গলিপথ থেকে উদ্ধার হল এক মহিলা স্বাস্থ্যকর্মীর নিথর দেহ (Maheshtala Nurse Murder)। বাড়ি থেকে সামান্য দূরেই ওই দেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঠিক কীভাবে মৃত্যু হল ওই মহিলার, তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

নিহত নার্সের নাম শিল্পী বিবি, বয়স ৩৪। পেশায় তিনি একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। স্বামীর দাবি, তাঁর স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। মহেশতলার যে গলিপথ থেকে মৃতদেহ উদ্ধার হয়, সেই গলির একটি বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংশ্লিষ্ট বাড়ির এক বাসিন্দাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ। শিল্পীর মৃত্যু খুন না আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিস্থিতি স্পষ্ট করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে কর্তৃপক্ষ।

মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল শিল্পী বিবিরস্বামী শেখ নাসির আলি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন। এরপর রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

নাসিরের দাবি, স্ত্রীর গলায় শক্ত করে ওড়না প্যাঁচানো ছিল এবং জিভ বেরিয়ে ছিল—যা দেখে তিনি মনে করছেন, পরিকল্পিতভাবে এবং জোর করে তাঁকে খুন করা হয়েছে। তবে কারা এই বর্বর কাজটি করেছে, তা এখনও স্পষ্ট নয়। হত্যার পেছনে কারা রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন চলছে তদন্ত।