Mahua Moitra Criticizing Modi : প্রধানমন্ত্রীর দুর্গা-কালী শরণ, ‘মা কালী ধোকলা খান না’, খোঁচা মহুয়ার

13

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : শুক্রবার দুর্গাপুরে এক জনসভায় দাঁড়িয়ে দুর্গা ও কালী দেবীর শরণ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেকে পুরোপুরি ‘বাঙালি’ হিসেবে তুলে ধরতে তাঁর মুখে শোনা যায় এই দুই দেবীর নাম। আর তা নিয়েই এবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra Criticizing Modi)। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে মোদিকে খোঁচা দিয়েছেন তিনি। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, “বাংলার ভোটারদের মন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী একটু দেরিতেই মা কালীকে স্মরণ করলেন। মা কালী ধোকলা খান না, আর কোনওদিন খাবেনও না।”

প্রধানমন্ত্রীর মুখে শোনা “জয় মা কালী, জয় মা দুর্গা” স্লোগানকে অনেক রাজনৈতিক বিশ্লেষক তাঁর প্রচলিত “জয় শ্রী রাম” ধ্বনির থেকে আলাদা ও কৌশলগত বলে মনে করছেন।

মহুয়া মৈত্র এর আগেও খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির ‘নির্দেশ’ দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর দাবি, বাংলার বহু কালীমন্দিরে প্রসাদ হিসেবে মাছ বা অন্যান্য আমিষ ভোগ দেওয়া হয়, যা গুজরাতের খাদ্যসংস্কৃতি থেকে একেবারেই ভিন্ন।

একবার চিত্তরঞ্জন পার্কের একটি মাছের বাজারের ভিডিও ভাইরাল হলে, মহুয়া অভিযোগ করেন—বিজেপির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বাঙালি দোকানদারদের হুমকি দিচ্ছিলেন, কারণ বাজারটি এক মন্দিরের পাশেই ছিল।

সেই সময় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “চিত্তরঞ্জন পার্ক একটি বাঙালি এলাকা। বাঙালিরা গর্বের সঙ্গে মেছো। বিজেপি কি এবার আমাদের বলে দেবে কী খাব, কোথায় দোকান বসাব, কখন ধোকলা খাব, আর দিনে তিনবার ‘জয় শ্রী রাম’ বলব?”

তবে বিজেপির তরফে ওই ভিডিওকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই খোঁচার পালটা কোনও প্রতিক্রিয়া দেয়নি গেরুয়া শিবির।