ডিজিটাল ডেস্ক ১৭ই জুলাইঃ নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । নিউটাউনের বুকে উদ্বোধন হল দু’টি বহুতল আবাসনের। এই আবাসন দু’টির নাম ‘নিজন্ন’ও ‘সুজন্ন’। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে একহাত নিলেন মমতা। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন তিনি(Mamata Banerjee)।
নিউটাউনে অর্থনৈতিকভাবে অনগ্রসর ও স্বল্পবিত্ত নাগরিকদের জন্য রাজ্যের আবাসন ক্ষেত্রে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের । বৃহস্পতিবার দু-দু’টি বিশেষ আবাসন প্রকল্প— সুজন্ন ও নিজন্ন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাড়ি তৈরির জন্য কোনও টাকা পয়সা দেয় না কেন্দ্র। যে কারণে রাজ্য নিজের খরচে আবাসন প্রকল্পের উদ্বোধন করে ফেলল। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন, সরকার বাংলার উন্নয়নের জন্য বসে থাকার পাত্র নয়।
এই প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট সরবরাহের উদ্দেশ্যে তৈরি। আবাসনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত পরিকাঠামো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পের ফলে বহু মানুষ শহরে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করছে রাজ্য।
এই আবাসন প্রকল্পে রয়েছে মোট ৭ একর জমি জুড়ে বহুতল ভবন। এখানে পাওয়া যাবে—
নিজন্ন: ৩০০ স্কয়ার ফিটের ৪১০টি ১ বিএইচকে ফ্ল্যাট।
সুজন্ন: ৬২০ স্কয়ার ফিটের ৭৩০টি ২ বিএইচকে ফ্ল্যাট।
সাশ্রয়ী দামে এই ফ্ল্যাটগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ও রূপার পাশের নবনির্মিত ভবনের সঙ্গে আধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স সুসম্পন্ন। এই পার্কিং কমপ্লেক্সে থাকবে: ৮ তলা গাড়ি রাখার ব্যবস্থা, প্রায় ১৫০০ গাড়ির ধারণক্ষমতা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
অন্যদিকে, তরন্ন প্রকল্পে থাকবে বিনোদন সুবিধা। যেখানে থাকবে ২০০ আসনবিশিষ্ট মুক্তমঞ্চ, শিশুদের জন্য বিনোদন পার্ক, সুন্দরভাবে সাজানো সবুজ পরিবেশ। প্রশাসনের দাবি, এই প্রকল্প শুধুমাত্র আবাসন নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সব ধরনের সুবিধা নিশ্চিত করছে।