Mamata Banerjee: ‘ম্যাটিনির স্বপ্নের নায়কের’ প্রয়ান দিবসে মুখ্যমন্ত্রীর কণ্ঠে ,’বাংলা সিরিয়াল বিষ !’

101

ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ ৪৫ বছর কেটে গিয়েছে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর। তবু আজও বাঙালির মনে তিনি সমান জনপ্রিয়। উত্তম কুমারের স্মরণে ২০১২ সাল থেকে প্রতি বছর ২৪ জুলাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেওয়া হয় ‘মহানায়ক সম্মান’। এই দিনটিতে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। এদিন ‘মহানায়ক সম্মান’-এর মঞ্চে দাঁড়িয়ে ফের একবার বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘এখন বাংলা সিরিয়ালে যত বাজে বাজে জিনিস শেখানো হয়’, এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।

সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে খোলা বার্তা মুখ্যামন্ত্রীর

ছোট পর্দার ধারাবাহিকগুলিতে নেগেটিভ কনটেন্ট আর সহ্য করতে পারছেন না তিনি। এই নিয়ে মঞ্চ থেকেই নির্মাতাদের উদ্দেশে খোলা বার্তা দিলেন মুখ্যামন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “এখন সিরিয়ালে সারাক্ষণ কেউ কাউকে বিষ দিচ্ছে, ঝগড়া করছে, একের পর এক নোংরা প্লট। এতে সমাজে খারাপ প্রভাব পড়ছে, শিশুরা বিভ্রান্ত হচ্ছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।”

এদিনের অনুষ্ঠানে শুধু ধারাবাহিক নয়, বাংলা ভাষা নিয়ে চলা ‘সন্ত্রাস’ এর বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললেও শাস্তি পেতে হচ্ছে। তাদের জেলে ভরা হচ্ছে, এটা আমরা বরদাস্ত করব না। ৩০ কোটি মানুষ বাংলা বলেন। আমাদের নতুন ভাষা আন্দোলন গড়তে হবে।”

উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন,”উত্তম কুমার আমাদের দেশের, জাতির গর্ব। উনি প্রত্যেকটা গানে লিপ দিতেন, এটা ওনার বিউটি। আমি জীবনে আফশোস নিয়ে বেঁচে আছি, তাঁর সঙ্গে দেখা হয়নি কোনওদিন। সুচিত্রা সেন মৃত্যুর সাত দিন আগে দেখা করতে চেয়েছিলেন। সুপ্রিয়াদির সঙ্গেও যোগাযোগ ছিল। কিন্তু উত্তমদার সঙ্গে দেখা না হওয়াটা বারবার কষ্ট দেয়।”

ছোটবেলার স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন,’আমাদের ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, মা আমাকে নিয়ে যেত, আমি কিছুটা দেখার পর ঘুমিয়ে পড়তাম, কিন্তু ছোটবেলায় শোনা সেই গানগুলো আজও ঠোঁটস্থ। কারণ, স্বর্ণযুগের বাংলা গানের বাজার কিন্তু কখনও ফুরবে না। তখনকার বাংলা গানের মাধুর্য্য, সংস্কৃতি, সুর একবার ভাবুন তো।

বাংলা সিনেমার প্রসারে রাজ্যের ১০০ টা জায়গায় ৪০/৫০ জন বসার মতো সিনেমা হল তৈরি হচ্ছে, জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এগুলি হচ্ছে। এর ফলে রাজ্যের প্রত্যন্ত এলাকায় সিনেমা হলের চাহিদা বাড়বে বলেই মনে করি। এরপরই টিভি সিরিয়ালের প্রসঙ্গ টেনে আনেন তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে মহানায়ক সম্মান জানানো হয় সোমনাথ কুন্ডু, আনন্দ আঢ্য, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রুপঙ্কর বাগচীকে এবং গৌতম ঘোষকে মহানায়ক শ্রেষ্ট সম্মান জানানো হয়।