Mamata Banerjee Announces Pujo Donation : মুখ্যমুন্ত্রীর বড় ঘোষণা! এক লাফে ৮৫ হাজার থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার টাকা! বাড়ল পুজো কমিটি গুলির অনুদান
ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : প্রতিশ্রুতি মতোই পুজো কমিটিগুলিকে বড়সড় উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এ বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটি পাবে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান। আগের বছরের তুলনায় এই অনুদান ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে (Mamata Banerjee Announces Pujo Donation)।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি পুজো উদ্যোক্তারা। তিনি আরও জানান, পুজোর সময়ে বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমিয়ে দেওয়া হবে, পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ যাবতীয় সরকারি ফিও মকুব করা হয়েছে। সবাইকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২,৩ ও ৪ অক্টোবর হবে বিসর্জন, আর ৫ অক্টোবর হবে জমকালো বিসর্জন কার্নিভাল।
এ বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে শারদোৎসব, আর তার প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত পুজো কমিটিগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহণ ও স্বাস্থ্য দফতর-সহ একাধিক পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। পুজো আয়োজনের প্রস্তুতি ও সমন্বয় নিয়েই হয় এই গুরুত্বপূর্ণ আলোচনা।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বছর প্রতিটি কমিটিকে দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা করে, সঙ্গে ছিল বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড়ের সুবিধা।
২০১৯ সালে অনুদানের অঙ্ক বেড়ে হয় ২৫ হাজার টাকা। কোভিডের সময় সেই অঙ্ক একধাক্কায় বাড়িয়ে করা হয় ৫০ হাজার। ২০২২ সালে অনুদান বেড়ে হয় ৬০ হাজার টাকা এবং ২০২৩ সালে তা হয় ৭০ হাজার। এবার, ২০২৪ সালে আরও ১৫ হাজার টাকা বাড়িয়ে অনুদান পৌঁছল ১ লক্ষ ১০ হাজার টাকায়। একই সঙ্গে বেড়েছে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও। তবে গত বছর, আরজি কর হাসপাতাল আন্দোলনের আবহে কিছু পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান ফেরানোর সিদ্ধান্ত নেয়। তখন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, যারা অনুদান নিতে চায় না, তাদের বাদ দিয়ে নতুন কমিটিগুলিকে সেই টাকা দেওয়া হবে। এ বছর অনুদান ফেরত দেওয়া সেই সব পুজো কমিটিগুলি কি আবার সরকারের অনুদান গ্রহণ করবে? এখন নজর রয়েছে সেদিকেও।