Mamata Banerjee At Jhargram Rally : বাঙালি অস্মিতায় শান দিতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর মিছিল

57

ডিজিটাল ডেস্ক, ৬ অগাস্ট : কলকাতার পর এবার ঝাড়গ্রাম। ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর বারবার হওয়া অপমান ও হেনস্থার প্রতিবাদে বুধবার দুপুরে ঝাড়গ্রামের রাস্তায় পদযাত্রায় শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At Jhargram Rally)।

দুপুর আড়াইটে নাগাদ শাল ও মহুয়ার বনাঞ্চলে ঘেরা পুরাতন ঝাড়গ্রাম থেকে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল পৌঁছাবে শহরের পাঁচমাথা মোড়ে। সেখানেই তৈরি হয়েছে মূল মঞ্চ। ওই মঞ্চ থেকেই বাংলা ভাষা, তার মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়ে ফের বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার হুগলির কামারপুকুর ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাংলাভাষার অপমানের প্রতিবাদে কড়া সুরে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ যেন খেলতে না যায়। অসম্মান করলে আমরা চুপ করে বসে থাকব না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ভাষা-অপমান ইস্যুকে সামনে রেখে তৃণমূল একপ্রকার বাঙালির আবেগকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে চাইছে। ভাষা ও সংস্কৃতি নিয়ে আবেগ উসকে দিয়ে দলীয় কৌশলে নতুন মাত্রা এনেছে শাসকদল।

অন্যদিকে, এবার ঝাড়গ্রাম সফরে বিভিন্ন আদিবাসী সংগঠন এবং জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। সেই মঞ্চ থেকেই তিনি একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করতে পারেন বলে প্রশাসনিক মহলে জল্পনা।