Mamata Banerjee News : সুখবর! চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের প্রত্যেক মাসে অনুদান
ডিজিটাল ডেস্ক, ১৪ মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে আপৎকালীন পরিস্থিতিতে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকার আর্থিক সহায়তা দেবে (Mamata Banerjee News)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, শ্রম দফতরের অধীনে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে চাকরি হারানো শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে ২০,০০০ টাকা অনুদান পাবেন।
মামলা চলাকালীন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালাতে রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সহায়তা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদনের পরই তাঁরা এপ্রিলের অর্থ গ্রহণ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে এই বিষয়ে জনস্বার্থ মামলা (পিআইএল) যাতে না হয়, সে জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি মন্তব্য করেন, ‘‘এখানে কিছু লোক আছে, যারা কথায় কথায় পিআইএল দায়ের করে এবং বিরোধিতা করে। অথচ নিজেদের ক্ষমতায় চাকরি দেওয়ার যোগ্যতা নেই!’’ রাজ্য সরকার শ্রম দফতরের অধীনে যে নতুন প্রকল্প গ্রহণ করেছে, তার নাম ‘West Bengal Livelihood and Social Security Interim Scheme’। এই প্রকল্পের আওতায় চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না-হাওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে। ঘোষণা আগেই হয়েছিল। বুধবার তাতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।
Comments are closed.