ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্তা ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঝাড়গ্রামের মঞ্চ থেকে NRC নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যাঁরা নতুন আইন করছেন, তাঁদের বার্থ সার্টিফিকেট আছে কিনা সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। পাসাপাশি বাংলা ভাষা থেকে শুরু করে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধেও জোরদার সাওয়াল করেন তিনি(Mamata Banerjee News)।ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন, ‘কেউ যদি ফর্ম ফিলাপ করতে বলে, না জেনে করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে।’ তাঁর সংযোজন, এইভাবে এনআরসি নোটিসও ধরিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার তা মানবে না বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের ঝাড়গ্রামের সভা থেকে সেই ইস্যুতেই ফের মুখ খুলে বিজেপিকে অতীত টেনে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করান ১০ টাকার নোটের কথা ।মমতা দাবি করেছেন, ১৯১২ সালের ১০ টাকার নোটে বাংলা লেখা থাকত। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার মোবাইলে ছবিটা তোলা আছে। ১৯১২ সালের ১০ টাকায় বাংলা লেখা। আর এই অপদার্থরা ২০২৫ সালে এসে বলছে বাংলা কোনও ভাষা নয়!’ এও প্রশ্ন করেন, ‘বাংলা ভাষা বলে কোনও ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন?’
মমতা বলেন, “প্রত্যেক মানুষের একটা ভাষা আছে। ভাষা তাঁর সম্মান,গর্ব। আর বলছে বাংলা ভাষাই নেই। এদের কী বলব বলুন? নীরবে বুকটা ফেটে যায়। ওরা বাজে কথা বলে আমরা বলতে পারি না। আমরা মর্মাহত, শোকাহত। মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। ২ হাজারের বেশি ফিরিয়ে এনেছি। গুরগাঁও, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশে অত্যাচার করছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভোটের আগে বলবে টাকা নাও আর ভোট দাও। তুমি টাকা দেওয়ার কে? ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন। নিজের ঠিকানা দেবেন না। নিজের ভাষা দেবেন না। নিজের অস্তিত্ব দেবেন না। বাংলা ভাষায় কথা বললেই বলছে রোহিঙ্গা। জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর মুম্বইতে অত্যাচার হচ্ছে। মুম্বইতে একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে বস্তায় তোলা হয়েছে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ?” বলে রাখা ভালো, বাঙালি হেনস্তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে আন্দোলন করেছেন মমতা।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে থেকেই ফের একবার ভোটার লিস্ট , এনআরসি ইস্যুতে মুখ খোলেন তিনি। বিজেপি, নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ”আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে। শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পাল্টে দিয়েছে। ভোটার লিস্টে নাম আছে কিনা, আগে তালিকা দেখলেই হবে না। নতুন করে ক্রস চেক করতে হবে।” এই ইস্যুতে নাম না করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতার প্রশ্ন – যারা আইন করছে তাদের সব নথি, তথ্য আছে তো? তাঁর কটাক্ষ, ‘ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। তাঁরা কী করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা?’