Mamata Banerjee On Ajijul Haque: প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম মুখ, শোকপ্রকাশ মমতার

15

ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : প্রয়াত হলেন নকশাল আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা আজিজুল হক (Mamata Banerjee On Ajijul Haque)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (প্রাক্তন টুইটার)-এ শোকবার্তা দিয়েছেন তিনি।

পরিবারের সূত্রে জানা গেছে, বাড়িতে হঠাৎ পড়ে গিয়েছিলেন বামপন্থী চিন্তক, প্রাবন্ধিক ও কবি আজিজুল হক। সেই দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায়। এরপর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়, যেখানে সোমবার তাঁর মৃত্যু হয়।

প্রবীণ এই রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “প্রবীণ রাজনীতিক আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। তিনি ছিলেন এক লড়াকু, সংগ্রামী নেতা, যিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও মাথা নত করেননি। তাঁর শোকাহত পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”

ভারতের নকশাল আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন আজিজুল হক। চারু মজুমদারের মৃত্যুর পর তিনি দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতির পথে চলতে গিয়ে জীবনের দীর্ঘ সময় তাঁকে জেলবন্দি থাকতে হয়েছে। কারাবন্দি অবস্থায়ই তিনি লেখেন তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘কারাগারের ১৮ বছর’, যেখানে বন্দিজীবনে তাঁর উপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।

তবে দ্বিতীয়বার গ্রেফতার হওয়ার পর আজিজুল হক শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। সেই অবস্থায় বাম নেতাদের তরফ থেকে তাঁর জন্য প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়েছিল।