Mamata Banerjee On Delhi Police : হঠাৎ কেন দিল্লি পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর?

74

ডিজিটাল ডেস্ক, ২৯ জুলাই : সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লিতে কাজ করতে যাওয়া এক বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবার—মা ও শিশুকে—নির্মমভাবে মারধর করেছে দিল্লি পুলিশ। বোলপুরের এক জনসভা থেকেও এই একই অভিযোগ তুলেছিলেন তিনি (Mamata Banerjee On Delhi Police)।

মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পাল্টা দিতে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের পূর্ব বিভাগের ডিএসপি অভিষেক ধনিয়া। তিনি মমতার দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করেন।

তবে তার ২৪ ঘণ্টার মধ্যেই ইলামবাজারের এক সরকারি কর্মসূচি থেকে ফের দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন এবং বলেন, এই ঘটনা নিয়ে তিনি কোনও চাপের মুখে মাথা নত করবেন না।

ইলামবাজারের এক সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আগেই বলেছিলাম, ওই শিশুটির পরিবারকে একের পর এক থানায় ঘুরতে বাধ্য করা হচ্ছে। এটাও বলেছিলাম, ওদের ভয় দেখানো হবে—আর ঠিক সেটাই এখন হচ্ছে। আমরা চাই, পরিবারটি রাজ্যে ফিরে আসুক। তখনই স্পষ্ট হয়ে যাবে—কে সত্যি বলছে আর কে মিথ্যা।”

সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিশের ডিএসপি (পূর্ব) অভিষেক ধনিয়া জানান, “মহিলার বয়ান খতিয়ে দেখা হয়েছে। প্রযুক্তিগত তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্পষ্ট হয়েছে, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বরং দিল্লি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ইচ্ছাকৃতভাবে ওই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।” তবে এই দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের এক সভা থেকে নাম না করে দিল্লি পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা যদি সত্যিই প্রমাণ করতে চান, তাহলে ওই পরিবারকে রাজ্যে ফিরতে দিন। আমরা তাঁদের পূর্ণ নিরাপত্তা দেব। তখনই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।”

দিল্লি পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “আমি আমার ভাই, কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দুকে বলেছি, থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করতে।” মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে খবর ছড়াচ্ছেন। গুজব ছড়ানোর জন্য একদিন আন্তর্জাতিক পুরস্কারও পেতে পারেন।”

সেই নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার দিল্লির মন্দির মার্গ থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, “মালদহের এক মহিলার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী একটি ভুয়ো ছবি পোস্ট করেছেন, যার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। সেই ঘটনার উল্লেখ করেই আমি দিল্লিতে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এই ঘটনার ঠিক পরেই, বীরভূমের সভা থেকে নাম না করে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে, তিনি পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, দিল্লি পুলিশ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে—ফলে এই সংঘাতকে অনেকেই মমতা বনাম শাহের লড়াই বলেই দেখছেন।