Mamata Banerjee On Shahrukh Khan : গুরুতর জখম ‘ভাই’ শাহরুখ! চিন্তিত ‘দিদি’

16

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : শুক্রবার ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হন শাহরুখ খান। বলিউডের বাদশার এই চোটের খবরে উদ্বিগ্ন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি খুবই চিন্তিত। পেশিতে আঘাত লেগে তিনি গুরুতর জখম হয়েছেন। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং চলছিল মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান শাহরুখ। বলিউড সূত্রে খবর, চোট এতটাই গুরুতর যে আগামী দুই মাসের জন্য শুটিং থেকে বিরতি নিতে হতে পারে তাঁকে (Mamata Banerjee On Shahrukh Khan)।

প্রসঙ্গত, ‘কিং’ ছবির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছিলেন শাহরুখ খান। এটি তাঁর বহু প্রতীক্ষিত একটি অ্যাকশন থ্রিলার, যেখানে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে তাঁকে মেয়ের সুহানা খানের সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন ‘পাতাল লোক’ খ্যাত সুজিত সরকার এবং প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। তবে সম্প্রতি শুটিং চলাকালীন চোট পাওয়ার কারণে আপাতত থেমে গেল এই প্রকল্পের কাজ।

সম্প্রতি লন্ডন ও মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় ছবির বিভিন্ন ধাপের শুটিং চলছিল। সূত্রের খবর, একটি অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে শাহরুখ আহত হন। যদিও তাঁর টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, ঘনিষ্ঠ মহলের দাবি, চোট খুব বেশি গুরুতর না হলেও আগের একটি পুরনো পেশির সমস্যার পুনরাবৃত্তি ঘটেছে। সেই কারণে চিকিৎসকদের পরামর্শে এখন তাঁকে বিশ্রামে রাখা হচ্ছে।