Mamata Blames Police Administration : পুলিশকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর! রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া বার্তা!
ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Blames Police Administration)। সোমবার রাতের সোনামুখীর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে, মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দেন তিনি। শাসকদলের নেতা শেখ সায়নের খুনে চাঞ্চল্য ছড়াতেই মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তোলেন— “এত খুন কীভাবে হচ্ছে? থানা কী করছে? পুলিশ আগে থেকেই কেন কোনও খবর পাচ্ছে না?”
মঙ্গলবার নবান্নে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার পুলিশ সুপাররা। তাঁদের সামনেই মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, “দায়িত্ব নিয়ে বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। কোন থানায় কে রয়েছেন, কী করছেন, তার উপর নজরদারি রাখতে হবে।”
শুধু রাজ্য পুলিশ নয়, তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের গোয়েন্দা বিভাগও। মুখ্যমন্ত্রীর তোপ, “আইবি কী করছে? আগাম কোনও তথ্য তারা পায় না কেন? খুন হয়ে যাওয়ার পর রিপোর্ট দিলে চলবে না, আগে থেকে প্রতিরোধ করা যাবে না?”
এদিনের বৈঠকে সোমবার রাতের সোনামুখীর ঘটনায় শাসকদল তৃণমূলের নেতা শেখ সায়নের খুন ছিল মূল প্রেক্ষাপট। তবে মুখ্যমন্ত্রীর ক্ষোভ আরও গভীর। গত জুলাই মাসে বীরভূমে এক সপ্তাহে দু’জন তৃণমূল নেতার খুন নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। এবার বাঁকুড়ার ঘটনায় ফের একবার সরব হলেন।
মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করতেই হবে। না হলে কড়া পদক্ষেপ নিতে হবে।”
প্রশাসনিক মহলের মতে, রাজ্যের নানা জেলায় রাজনৈতিক খুনের ধারাবাহিকতা সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। তাই মুখ্যমন্ত্রী নিজেই এবার কঠোরভাবে হাল ধরেছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, বারবার এমন ঘটনা পুলিশের দক্ষতা ও গোয়েন্দা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে।