Mamata Murshidabad Announcements : নিহত জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

5

ডিজিটাল ডেস্ক, ৬ মে: দু’দিনের মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি পৌঁছান বহরমপুরে। মঙ্গলবার তাঁর সফরসূচিতে রয়েছে ধুলিয়ান, শমসেরগঞ্জ ও সুতির মতো হিংসাপ্রবণ এলাকা পরিদর্শন। একই দিনে জঙ্গিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কপ্টারে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন তিনি। এরপর সভাস্থলে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ‘বাংলার বাড়ি প্রকল্প’-এ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন প্রতীকী চাবি।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকে সহায়তা করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Murshidabad announcements)। মুর্শিদাবাদের সুতিতে এক প্রশাসনিক সভা থেকে নিহত জওয়ানের স্ত্রীকে পাশে নিয়েই মুখ্যমন্ত্রী জানান, তাঁকে হোমগার্ড পদে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি শহিদ জওয়ানের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, জওয়ানের সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার—এমন আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ সফরে এসে ১৬৭টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলির জন্য মোট ৭১৮ কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, জেলার স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে ১৭৫টি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করতে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষের জন্য একটি নতুন মহকুমা অফিস গঠনেরও ঘোষণা করেন তিনি।

আবহাওয়া খারাপ থাকায় মুখ্যমন্ত্রীর চপার উড়তে দেরি। কিছু ক্ষণের মধ্যেই বহরমপুর থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। যাবেন জঙ্গিপুরে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তার আগে সামসেরগঞ্জের বিডিও অফিসে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

সোমবার মুর্শিদাবাদে পৌঁছে জেলার সাম্প্রতিক হিংসার ঘটনায় কেন্দ্রের শাসকদল ও বিএসএফকে তীব্রভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, লিয়ান ও সুতিতে যে অশান্তি ছড়িয়েছে, তা বাড়াতে বিএসএফের ভূমিকা ছিল স্পষ্ট। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? আমি জানি না। কিছু ছাত্র আমাকে জানিয়েছে। এর জবাব বিজেপিকেই দিতে হবে। এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি না করে, সীমান্ত রক্ষায় মন দিন। সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়িয়ে দায়িত্ব পালন করুন।’’ যদিও মুখ্যমন্ত্রী কারও নাম নেননি, রাজনৈতিক মহল মনে করছে তাঁর এই মন্তব্যের লক্ষ্য ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনার সূত্রপাত। কীভাবে এই আন্দোলন অশান্তিতে রূপ নিল, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল, এবং এর পেছনে কারা ছিল—তা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং গোটা ঘটনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তাঁর আশ্বাস, ‘‘খুব শীঘ্রই এ বিষয়ে সমস্ত সত্য তথ্য প্রকাশ্যে আনা হবে।’’

দু’দিনের সফরে মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি পৌঁছান বহরমপুরে। সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার, তিনি ধুলিয়ান, সামসেরগঞ্জ ও সুতির মতো অশান্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। পাশাপাশি, জঙ্গিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর।

Comments are closed.