ডিজিটাল ডেস্ক, ২২ অগাস্ট : রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য একাধিক মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই পরিকল্পনাগুলিই রূপ নিচ্ছে বাস্তবতায়। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন কলকাতার তিনটি নতুন মেট্রো রুট। তার আগে আবেগময় মুহূর্তে স্মৃতিচারণায় মগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Nostalgic On Metro Expansion)।
শুক্রবার এক্স-এ (প্রাক্তন টুইটার) একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, রেলমন্ত্রী থাকার সময়ে কলকাতার জোকা, গড়িয়া, এয়ারপোর্ট এবং সেক্টর ফাইভ-সহ শহরের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করতে একটি ইনট্রা-সিটি মেট্রো গ্রিডের নকশা তৈরি করা হয়েছিল। সেই পরিকল্পনার ভিত্তিতে একাধিক মেট্রো করিডরের জন্য অনুমোদন, অর্থ বরাদ্দ এবং প্রকল্পের কাজ শুরু করাও হয় তখনই।
পোস্টে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, রাজ্যের প্রশাসনের তরফ থেকেও এই প্রকল্পগুলির বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। বিনামূল্যে জমি প্রদান, রাস্তা নির্মাণ, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা মেটানো— সব কিছুতেই সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয় রক্ষায় রাজ্যের মুখ্যসচিবরা ধারাবাহিকভাবে বৈঠক করেছেন। রেলমন্ত্রী হিসেবে যে মেট্রো প্রকল্পগুলোর পরিকল্পনা করেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেই প্রকল্পগুলির বাস্তব রূপ দেখেছেন তিনি।
পোস্টের শেষ অংশে আবেগঘন সুরে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে আমার পথচলা বহু দিনের। আজ একটু নস্ট্যালজিক হতে দিন।”
প্রসঙ্গত কলকাতা মেট্রোর নতুন রুটের উদ্বোধন উপলক্ষে আজ রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও মুখ্যসচিব মনোজ পন্থ। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে যশোর রোড মেট্রো স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়। তবে সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দেননি এবং অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। নীতিগত কিছু কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যাচ্ছে।