ডিজিটাল ডেস্ক, ৯ জুলাই : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার কয়েক মাস পর রাজ্য সফরে আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় পা রাখতে চলেছেন তিনি। বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে (Mamata Omar Meet)। পহেলগাঁও প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ উল্লেখযোগ্যভাবে, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেই সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে পারেন ওমর আবদুল্লা। ভোটার তালিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনায় নজর এই সাক্ষাৎপর্বে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত জটিলতা-সহ আরও কিছু জাতীয় ও রাজ্যস্তরের বিষয় উঠে আসতে পারে।
সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের অন্যতম মুখ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত নির্বাচনী আবহে বিজেপি বিরোধী লড়াইয়ে দেশের সমস্ত আঞ্চলিক বিরোধী দলকে এক ছাতার নিচে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন দলের নেতানেত্রীদের সঙ্গে মমতার সুসম্পর্কের কারণেই এই কাজে এত সাফল্য তাঁর। তাই মাঝেমধ্যে তাঁর সাক্ষাৎপ্রার্থী হন আঞ্চলিক দলের শীর্ষ নেতৃত্ব। এর আগে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, দেখা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবার আসছেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এপ্রিলের ২২ তারিখ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সন্ত্রাসী কার্যকলাপে ভূস্বর্গের পর্যটনস্থলগুলিতে নেমে এসেছিল অন্ধকার। পাক গোলাগুলিতে সীমান্তবর্তী গ্রামগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাথার উপর ছাদ চলে গিয়েছিল অনেকের। এই অবস্থায় সে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন প্রতিনিধিদল। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, মানস ভুঁইঞা-সহ ৫ জন গিয়েছিলেন কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ-সহ নানা এলাকায়। এরপর জুলাইয়ের প্রথমদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কলকাতায় আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।