Mamata On Bangla Sahayata Kendra Success : বাংলা সহায়তা কেন্দ্রের সাফল্যে মুগ্ধ মুখ্যমন্ত্রী

64

ডিজিটাল ডেস্ক, ১১ জুলাই : ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’, ‘বাংলা সহায়তা কেন্দ্র’—এই ধরনের নানা জনমুখী প্রকল্প সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চালু রয়েছে। এবার সেগুলির মধ্য থেকে এক প্রকল্পের চমকপ্রদ সাফল্যের খবর সামনে এল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই সুখবর শেয়ার করেন (Mamata On Bangla Sahayata Kendra Success)। তিনি জানান, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ই-ওয়ালেট ব্যবহার করে বিভিন্ন পরিষেবায় আর্থিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে মাত্র অল্প সময়ের মধ্যেই। মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই তথ্যই প্রমাণ করে যে বাংলার সাধারণ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মের উপর কতটা আস্থা রাখছেন।

বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে সাধারণত নানা ধরনের সরকারি সার্টিফিকেট গ্রহণ ও জমা দেওয়ার পাশাপাশি স্কলারশিপ, স্বাস্থ্য, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার নাগরিক এই কেন্দ্রগুলোর মাধ্যমে সুবিধা পান। নির্দিষ্ট পরিষেবার বিনিময়ে নির্ধারিত ফি নেওয়া হয়, যা সরাসরি সরকারি কোষাগারে জমা পড়ে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই এই আর্থিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে এই সাফল্যের খবর নিজেই ভাগ করে নিয়েছেন।

সরকারি পরিষেবা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, দিনের পর দিন অফিসে ঘুরে বেড়ানো কিংবা জুতোর তলা ক্ষয় করার দিন এখন বাংলায় অনেকটাই অতীত। লাল ফিতের জট কাটিয়ে কাজ এখন অনেক সহজ এবং দ্রুততর হয়েছে। সাধারণ মানুষ এখন আরও বেশি আস্থা রাখছেন ডিজিটাল লেনদেনের উপর, আর সেই প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে তুলেছে বাংলা সহায়তা কেন্দ্র। সরকারি পরিষেবায় এই পরিবর্তন নিঃসন্দেহে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত। এই সাফল্যের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের যুগান্তকারী উদ্যোগের বড় ভূমিকা রয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন এবং তাঁদের অভিনন্দন জানিয়েছেন।