Mamata On Bengali Language At Ramkrishna Mission :কামারপুকুরের রামকৃষ্ণ মঠ থেকে ফের ভাষা নিয়ে সরব মমতা

39

ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : মঙ্গলবার কামারপুকুরে রামকৃষ্ণ মিশন ও মঠের নতুন অতিথি নিবাস, ভোগঘর এবং পার্কিং সেন্টারের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠানে অংশ নিয়ে ফের বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Bengali Language At Ramkrishna Mission)। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা সারদা, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বসুর উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন—এই মহাপুরুষেরা সকলেই বাংলা ভাষাতেই কথা বলতেন, তাঁদের রচনাও বাংলাতেই। এই প্রসঙ্গে নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “এই মহাপুরুষেরা আমাদের গর্ব, তাঁদের ভাষাই বাংলা।” পাশাপাশি তিনি একতার বার্তা দিয়ে বলেন, “স্বামীজির ভাবনায় ছিল সব ধর্ম, জাতি ও শ্রেণির মানুষের কথা। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই—আমরা সবাই এক।”

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করেন রামকৃষ্ণদেবের ‘কথামৃত’ এবং শিকাগোর বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের হিন্দুধর্ম প্রচারের ঐতিহাসিক বক্তব্য। সেই প্রসঙ্গে তিনি বলেন, “স্বামীজি বাংলায় কথা বলতেন। আর আজ বলা হচ্ছে, বাংলা বলে কোনও ভাষাই নেই!” এরপর কড়া সুরে নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বাংলা ছাড়া ভারত হয় না। বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না। বাংলাকে অসম্মান করার চেষ্টা করবেন না।”

তিনি আরও স্পষ্ট করে জানান, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তিনি অন্য কারও কাছ থেকে শুনতে রাজি নন। তাঁর কথায়, “ছোটবেলা থেকেই মা-বাবার মুখে রামকৃষ্ণদেব, সারদাদেবী ও স্বামীজির আদর্শ শুনে বড় হয়েছি। তা আমার মগজে গেঁথে আছে—যা ব্রেনে আছে, তা কোনও দিন ড্রেনে যাবে না।”

মঙ্গলবার কামারপুকুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এলাকার সার্বিক উন্নয়নের জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা হবে। একইসঙ্গে কামারপুকুর ও রামকৃষ্ণ মঠের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে একের পর এক পরিযায়ী শ্রমিককে আটক করেছে পুলিশ। কোথাও তাঁদের হেনস্থা করা হয়েছে, আবার কোথাও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। এই ধরনের ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন—বাংলা ভাষা ও বাঙালির অধিকার রক্ষায় কোনও আপস নয়। তাঁর অভিযোগ, বাংলা জেলায় জেলায় উন্নয়নের পথে এগোচ্ছে বলেই আতঙ্কে বিজেপি বঞ্চনার রাজনীতি করছে।

শুধু প্রতিবাদ নয়, দলীয় কর্মী-সমর্থকদের তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে। সংসদের চলতি অধিবেশনে তৃণমূল সাংসদেরা তাই বাংলায় বক্তৃতা করে বার্তা দিচ্ছেন—বাংলা ও বাঙালির সম্মান রক্ষাই এখন অগ্রাধিকার। এই আবহে মঙ্গলবার কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী আবার মনে করিয়ে দেন বাংলা ভাষা ও ইতিহাসের গুরুত্ব। বাংলার সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রশ্নে তাঁর দৃঢ় অবস্থান ছিল এদিনও স্পষ্ট।