Mamata On New Project For Migratory Labour : পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ‘শ্রমশ্রী’ প্রকল্প! মিলবে ভাতাও

96

ডিজিটাল ডেস্ক, ১৮ অগাস্ট : পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো ও পুনর্বাসনের উদ্দেশ্যে ‘শ্রমশ্রী’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান তিনি (Mamata On New Project For Migratory Labour)।

নতুন এই প্রকল্পের নাম ‘শ্রমশ্রী’। এর আওতায় যাঁরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন এবং ফিরে আসতে চাইছেন, তাঁদের সাময়িক ভাতা দেবে রাজ্য সরকার।

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের প্রস্তাব অনুমোদিত হয়। এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বাংলার বহু শ্রমিক ভিন রাজ্যে ন্যায্য মজুরি ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন, এমনকি অনেক ক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়াতেই এই ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসতে উৎসাহ দিতেই ‘শ্রমশ্রী’ চালু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভিন রাজ্যে কাজ করা শ্রমিকরা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসেন, তাহলে প্রথম এক বছর প্রতি মাসে ৫,০০০ টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা আবাস যোজনার আওতায় গৃহনির্মাণ অনুদান পাবেন। সন্তানদের পড়াশোনার জন্য মিলবে সরকারি সহায়তা। এ ছাড়াও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পেও তাঁদের অন্তর্ভুক্ত করা হবে।

‘শ্রমশ্রী’-র সুবিধা কারা পাবেন?

প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করা প্রায় ২২ লাখ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধাভোগী হবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও তদারকির দায়িত্ব সরাসরি রাজ্যের মুখ্যসচিবের হাতে থাকবে।

‘শ্রমশ্রী’ প্রকল্পকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য “ঘরে ফেরার সেতু” হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “এই শ্রমিকরাই আমাদের গর্ব। তাঁদের সম্মান রক্ষায় রাজ্য সরকার সর্বতোভাবে পাশে থাকবে।”