Mamata Serving Food At Relief Camp : বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ত্রাণ শিবিরে নিজের হাতে খাবার পরিবেশন
ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে একটি ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান তিনি। সেখানে নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন অসহায় মানুষদের পাতে। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আবেগে ভেসে যান অনেকেই (Mamata Serving Food At Relief Camp)।
একদিকে বর্ষার টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসি-র ছাড়া জল—দুইয়ের ধাক্কায় প্লাবিত হয়ে পড়েছে রাজ্যের একাধিক নিচু এলাকা। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ অঞ্চল। হুগলির আরামবাগেও জলমগ্ন বহু এলাকা। চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা, অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।
এই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে আরামবাগে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যান কামারপুকুরের একটি ত্রাণ শিবিরে, যেখানে দুর্গতদের দুপুরের খাবার দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী নিজে হাতে তাঁদের পাতে খিচুড়ি পরিবেশন করেন এবং কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে পেয়ে খুশি দুর্গতরা, তাঁদের চোখে মুখে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার আশার আলো।
প্রসঙ্গত, এদিন আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে জলবন্দি ঘাটালবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখেই এই সফর। ঘাটালের জলবন্দি পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য বহুবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হলেও সাড়া মেলেনি। অবশেষে রাজ্য সরকারই নিজস্ব খরচে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ রূপায়ণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, তবে পুরো প্রকল্প শেষ হতে এখনও সময় লাগবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত ঘাটালের মানুষের কষ্ট অব্যাহত থাকবে। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকতে ও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী।